ন্যানোটেকনোলজি (Nanotechnology) কাকে বলে? কে ন্যানোটেকনোলজি সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন?

প্রশ্ন: ন্যানোটেকনোলজি (Nanotechnology) কাকে বলে? কে ন্যানোটেকনোলজি সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন?

উত্তর: ন্যানো মিটার স্কেলে পরিবর্তন, পরিবর্ধন, ধ্বংস বা সৃষ্টি সম্পর্কিত টেকনোলজিকেই ন্যানোটেকনোলজি বলে। অর্থাৎ ন্যানো মিটার স্কেলে পরিমিত যে কেনো বিষয়ের বহুমাত্রিক টেকনোলজিকে ন্যানোপ্রযুক্তি বা ন্যানোটেকনোলজি বলে।

আমেরিকান পদার্থবিদ রিচার্ড ফেম্যান ১৯৫৯ সালের ২৯ ডিসেম্বর তার “There’s Plenty of Room at the Bottom” আলোচনায় ন্যানোটেকনোলজি সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন।

About Post Author

Related posts