৬ষ্ঠ শ্রেণি গণিত ৫ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট class 6 math assighnment 5th week
প্রশ্নঃ ০১
একটি ফলের দোকান থেকে ২৫০ টি ফজলি আম কিনে আনা হলো। দুইদিন পর ২ চি আম পচে গেল এবং একটি আমের দাম ৩০ টাকা।
ক) ২৫ টকা ৭৫ টাকার শতকরা কত?
খ) শতকরা কতটি আম ভাল আছে?
গ) একটি আম কত টাকায় বিক্রয় করা হলে মোটের উপর ১০% লাভ হবে?
প্রশ্নঃ ০২ -15, 6, 11 তিনটি পূর্ণ সংখ্যা।
কা) -15 এবং 6; (6+ 5) এবং 11 এর অধ্যে ﹥ বা ﹤ বা = চিহ্ন বসাও।
খা) -(-15)+ (-11) +6 এর মান নির্ণয় কর।
গ) সংখ্যা রেখার সাহয্যে – 15 ও 6 যোগফল এবং 11 ও 6 এয় বিয়োগফল নির্সর কর।
প্রশ্নঃ ০৩
+ , ₋ ×, ÷ চিহ্নের সাহয্যে লেখ:
(ক) X এর সাতগুণ থেকে Y এর তিনগুণ বিয়োগ।
(খা) a ও b এর গুণফল এর সাথে c এর আটগুণ যোগ।
(গ) a ও b এর যোগফলকে X, থেকে y বিয়োগফল দ্বারা ভাগ।
(ঘ) X কে 9 দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলতকে 7 দ্বারা গুণ।
(ঙ) একটি সংখ্যার দ্বিগুণ এর সাথে অপর একটি সংখ্যার তিনগুণ যোগ।
প্রশ্নঃ ০৪
একটি খাতার দাম a টাকা ও একটি বইয়ের দাম b, টাকা এবং কলমের মান c টাকা হলে,
(i) পাঁচটি কলম ও তিনটি খাতার দাম কত?
(ii) দশটি বই ও চারটি খাতার দাম কত?
(iii) আটটি খতা, ছয়টি বই এবং নয়টি কলমের দাম কত?