জনাব ‘ক’ এর মধ্যে আখলাকে হামিদাহর কোন গুণটি বিদ্যমান ব্যাখ্যা কর।
আলোচ্য উদ্দীপকের জনাব “ক” এর মধ্যে আখলাকে হামিদাহর শালীনতাবোধ ও উত্তম আচার-ব্যবহার গুণটি লক্ষ করা যায়। কারন জনাব ‘ক’ নিয়মিত মার্জিত পোশাকে অফিসের যেতেন। এতে তার মধ্যে শালীনতাবোধ গুণটি প্রকাশ পায়। তাছাড়া জনাব “ক” এর সহকর্মী ও সেবাগ্রণকারী সবাই তার ব্যবহারে মুগদ্ধ ছিলেন। এখানে জনাব “ক” এর উত্তম আচার-ব্যবহার গুণটি ফুঁটে উঠেছে। আখলাকে হামিদাহ হলো উত্তম চরিত্র। অর্থাৎ চলাফেরা, আচার-আচরণ, সম্ভাব, সৃষ্টির সেবা, আমানত রক্ষা করা, অন্যের উপকার করা, শ্রমের মর্যাদা দেওয়া প্রভৃতি কাজের মাধ্যমে আখলাকে হামিদাহর গুণটি প্রকাশ পায়।
“সপ্তম (৭ম) শ্রেণি গণিত ৫ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট সংক্ষিপ্ত প্রশ্ন”এখানে ক্লিক করুন
“পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান, গণিত, রসায়ন, বাংলা, ইসলাম শিক্ষা, বৌদ্ধধর্ম, হিন্দুধর্ম, প্রশ্নের সমাধান”