অক্সাইড (Oxide) কি?
অক্সাইড (Oxide) হচ্ছে এক ধরনের যৌগ, যা সাধারণত অক্সিজেন ও অন্য কোনো মৌল পরস্পরের সাথে যুক্ত হয়ে গঠিত হয়। অক্সাইড চার ধরনের হয়ে থাকে।
যেমন, (১) ক্ষারকীয় অক্সাইড, (২) অম্লীয় অক্সাইড, (৩) উভধর্মী অক্সাইড এবং (৪) নিরপেক্ষ অক্সাইড।
ধাতুর অক্সাইডগুলো সাধারণত ক্ষারকীয়, কিছু কিছু উভধর্মী, কয়েকটি অম্লীয়। অপরদিকে অধাতুর অক্সাইডগুলো অম্লীয় অথবা নিরপেক্ষ হয়।
হিমোগ্লোবিন (Hemoglobin) কি? হিমোগ্লোবিনের কাজ