প্রকৃতির ওপর আধিপত্য নয়, চাই প্রকৃতির সঙ্গে মৈত্রীর সম্বন্ধ?
উত্তরঃ প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক অবিচ্ছেদ্য। আধিপত্য বিস্তারের চেষ্টা না করে মানুষের উচিত প্রকৃতির সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা। প্রকৃতি মানুষের প্রকৃত বন্ধু। প্রকৃতির একটি স্বাভাবিক ধর্ম আছে। এ স্বাভাবিক ধর্ম ব্যাহত হলে প্রকৃতি মানুষের প্রধান শত্রু হয়ে দাঁড়ায়। দুঃখজনক হলেও সত্য, মানুষ নগর-সভ্যতা নির্মাণের জন্য অবিচারকের মতো ধ্বংস করেছে প্রকৃতির স্বাভাবিকতাকে। নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করার জন্য মানব সম্প্রদায় প্রকৃতির ওপর আধিপত্য বিস্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। অনিয়ন্ত্রিতভাবে বনভূমি উজাড়, অবাধে প্রাণী হত্যা, নদীর গতি পরিবর্তন, পরিকল্পনাহীন শিল্প-প্রতিষ্ঠান নির্মাণ প্রভৃতি কারণে প্রকৃতি আজ অস্তিত্ব-সংকটে পড়েছে, যা মানুষের অস্তিত্ব ধ্বংসেরই ই নামান্তর। প্রকৃতির ওপর এত অনাচার প্রাকৃতিক বিপর্যয়ের অন্যতম কারণ। ঝড়, বন্যা, খরা, ভূমিকম্প ইত্যাদি প্রকৃতিক দুর্যোগ আজ মানুষের নিত্য সঙ্গী। প্রকৃতির এ রুদ্ররূপ প্রত্যক্ষ করে মানুষের সতর্ক ও নমনীয় হওয়া উচিৎ। মানুষের উপলব্ধি করা উচিত, প্রকৃতির সঙ্গে সহাবস্থান করতে হলে আধিপত্য বিস্তার নয়, তার সাথে মৈএী স্থাপন করতে হবে। তাহলেই রক্ষা পাবে পৃথিবী ও মানবসম্প্রদায়। পরিবেশ-সচেতন আধুনিক মানুষের তাই আজ প্রকৃতির সঙ্গে উদ্ভাব গরে তোলার ওপর গুরুত্ব দেওয়া আবশ্যক। মানব সভ্যতা ও মানবের অস্তিত্বের সঙ্গে প্রকৃতির স্বাভাবিক যে সম্পর্ক বিদ্যমান, সে সম্পর্ক টিকিয়ে রাখতে হলে প্রকৃতির ওপর আধিপত্য বিস্তার না করে প্রকৃতির সঙ্গে মৈত্রী-সম্বন্ধ স্থাপন করতে হবে।