SSC MCQ 2020 তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সাজেশন উত্তরমালা

SSC MCQ 2020 তথ্য

সময় : ২৫ মিনিট পূর্ণমান : ২৫

১। নাম কোন ধরনের ডাটা?

ক. Text

২। পাওয়ার পয়েন্টে নতুন স্লাইড যুক্ত করার জন্য কি-বোর্ডের কোন বোতামে চাপ দিতে হবে?

খ. Ctrl+M

৩। ঘঁসবত্রপ কী ধরনের ফিল্ড?

ক. সংখ্যা

৪। একটি রেকর্ডে অনেক কী থাকতে পারে?

খ. ফিল্ড

৫। Rectangular Marquee Tool-এর সাহায্যে নিচের কোনটি তৈরি করা যায়?

ঘ. চতুষ্কোণ

৬। ফটোশপ প্রগ্রামের ক্ষেত্রে কি-বোর্ডের অষঃ বোতামে চেপে রেখে ইধপশংঢ়ধপব বোতামে চাপ দিলে সিলেকশনটি কোন রং প্রাপ্ত হবে?

ক. Foreground

৭। ডাটাবেইস মূলত কিসের সমন্বয়ে গঠিত?

ঘ. ফিল্ড ও রেকর্ড

৮। ফটোশপ প্রগ্রামের ক্ষেত্রে কি-বোর্ডের Ctrl বোতামে চেপে রেখে Backspace বোতামে চাপ দিলে সিলেকশনটি কোন রং প্রাপ্ত হবে?

খ. Background

৯। সর্বপ্রথম স্প্রেডশিট কোনটি?

ঘ. ভিসিক্যালক

১০। কত সালে ভিসিক্যালক উদ্ভাবন হয়?

খ. সত্তরের দশক

১১। নিচের কোন সফটওয়্যার ওপেন করার সঙ্গে স্প্রেডশিট ওপেন করার মিল আছে?

গ. ওয়ার্ড প্রসেসিং

১২। Hard disk not found মেসেজ দেখালে—

i. কম্পিউটারের পাওয়ার অফ করতে হবে

ii. কম্পিউটারের পাওয়ার অন করতে হবে

iii. হার্ডডিস্কের পেছনের জাম্পারটি সঠিকভাবে সেটিং করতে হবে

নিচের কোনটি সঠিক?

ক. খ. i ও iii

১৩। পার্সোনাল কম্পিউটারের নানা পর্যায় বিকশিত হয় কোন প্রতিষ্ঠানের হাত ধরে?

খ. অ্যাপল

১৪। কমান্ডের গুচ্ছকে কী বলা হয়?

খ. রিবন

১৫। এক্সেল ওয়ার্কশিটের মোট সারির সংখ্যা কতটি?

গ. ১০,৪৮,৫৭৬টি

নিচের ওয়ার্কশিটটি লক্ষ করো এবং ১৬-২০ নম্বর প্রশ্নের উত্তর দাও :

  A B C D E F
1 Name Bangla English Math Total Pass/fail
2 Shahin 70 80 90    
3 Rana 65 60 30    
4 Jibon 90 80 95    

১৬। Shahin-এর প্রাপ্ত নম্বরের যোগফল নির্ণয়ের জন্য নিচের কোনটি সঠিক?

খ. =SUM (B2: D2)

১৭। প্রদত্ত ডাটাগুলোর মধ্যে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বড় থেকে ছোট আকারে সাজানোর জন্য ব্যবহৃত কমান্ডগুলোর মধ্যে কোনটি সঠিক?

গ. Data®Sort

১৮। =C5+C6+C7+C8+C9 ফর্মুলাটিকে ফাংশন ব্যবহার করে লিখলে নিচের কোনটি হবে?

খ. =SUM (C5: C9)

১৯। DOS অপারেটিং সিস্টেমে বহুল ব্যবহৃত স্প্রেডশিট প্রগ্রাম কোনটি?

খ. Loutus 1-2-3

২০। ফাইল খোলার জন্য প্রথমে—

ঘ. Ctrl ও O বোতামে চাপ দিতে হবে

২১। বিশ্বগ্রাম প্রতিষ্ঠার ক্ষেত্রে কোন উপাদানটির অবদান সবচেয়ে বেশি?

গ. ইন্টারনেট

২২। কি-বোর্ডের কোন বোতামের সাহায্যে সহজে পাওয়ার পয়েন্টে স্লাইড উপস্থাপন করা যায়?

খ. F5

২৩। টেলিভিশনের পর্দায় ছবি প্রদর্শিত হয় কোন মোডে?

খ. RGB

২৪। শব্দ পরিবর্তন বা সংশোধন করা যায়—

ক. Replace কমান্ডের সাহায্যে

২৫। বিশ্বব্যাপী পাইরেসি নজরদারি করার জন্য বড় বড় সফটওয়্যার কম্পানিগুলো কোন সংস্থা তৈরি করেছে?

ঘ. BSA

SSC MCQ 2020 তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সাজেশন উত্তরমালা, এস এস সি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সাজেশন উত্তরমালা 2020

About Post Author

Related posts