এস এস সি বহু নির্বাচনী MCQ সাজেশন ২০২০ ব্যবসায় উদ্যোগ

সাজেশন ২০২০ ব্যবসায় উদ্যোগ

সাজেশন ২০২০ ব্যবসায় উদ্যোগ

১। উৎপাদনের প্রক্রিয়া কোনটি?
গ) শিল্প

২। স্যামসন এইচ চৌধুরী কত সালে ওষুধ কারখানা স্থাপনের লাইসেন্স পান?
খ) ১৯৫২

৩। উৎপাদিত পণ্যের পরিমাণ ও গুণগত মান বৃদ্ধি পায় কোন পরিবেশের প্রভাবে?
ঘ) প্রযুক্তিগত

৪। নতুন শিল্পকারখানা স্থাপনের মাধ্যমে কোনটি বৃদ্ধি পায়?
গ) বিনিয়োগ

নিচের উদ্দীপটি পড়ে ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :
জনাব কিরণ গ্রাম থেকে সবজি ক্রয় করে শহরে বিক্রয় করেন। তিনি শাকসবজিতে কখনো রাসায়নিক উপকরণ ব্যবহার করেন না এবং রাসায়নিক মেশানো শাকসবজি কেনেন না।
৫। উদ্দীপকে বর্ণিত জনাব কিরণের ব্যবসায়টি কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?
গ) স্থানগত

৬। উদ্দীপকে বর্ণিত জনাব কিরণের শাকসবজিতে রাসায়নিক উপকরণ ব্যবহার হতে বিরত থাকার কারণ কী?
ক) ব্যবসায় মূল্যবোধ

৭। সমুদ্র থেকে ঝিনুক সংগ্রহ কোন শিল্পের অন্তর্ভুক্ত?
খ) নিষ্কাশন

৮। কম্পানি সংগঠনের কোন দলিলটি সমবায় সমিতির উপবিধির অনুরূপ?
গ) পরিমেল নিয়মাবলি

৯। উৎপাদন খরচের উপাদান মাইক্রোস্কিনিংয়ের কোন উপাদানের অন্তর্গত?
ঘ) বাণিজ্যিক

নিচের উদ্দীপকটি পড়ে ১০ ও ১১ নম্বর প্রশ্নের উত্তর দাও :
সম্প্রতি বিবিএ পাস করে মি. রাসেল আহমেদ শিল্প মন্ত্রণালয়ের অধীন একটি সহায়তাকারী প্রতিষ্ঠান থেকে পাট ও পাটজাত সামগ্রী প্রস্তুতের ওপর প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে তিনি কুমিল্লায় পাট ও পাটজাত সামগ্রী প্রস্তুতের কারখানা গড়ে তোলেন।
১০।উদ্দীপকে উল্লিখিত মি. রাসেল আহমেদ কোন প্রতিষ্ঠান থেকে সহায়তা গ্রহণ করেছেন?
গ) বিসিক

১১। উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি মি. রাসেল আহমেদকে কোন ধরনের সহায়তা প্রদান করেছে?
ঘ) উদ্দীপনামূলক

১২। কোম্পানি সংবিধান কোনটি?
ক) স্মারকলিপি

১৩। কেন্দ্রীয় সমবায় সমিতি নিবন্ধনের জন্য কমপক্ষে কত টাকার পরিশোধিত মূলধন থাকতে হয়?
ঘ) ১ কোটি টাকা

১৪। প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করার ক্ষেত্রে সহায়তা করে কোন পদ্ধতি?
ক) মাইক্রোস্ক্রিনিং

১৫। একমালিকানা ব্যবসায়ের জনপ্রিয়তার কারণসমূহ হলো—
i. নমনীয়তা
ii. গোপনীয়তা রক্ষা
iii. সমন্বিত প্রচেষ্টা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii

১৬। বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট কী ধরনের প্রতিষ্ঠান?
ঘ) স্বায়ত্তশাসিত

১৭। নিচের কোনটি ব্যবসায় উদ্যোক্তার গুণাবলি বহির্ভূত?
গ) ঝুঁকি এড়ানোর মানসিকতা

নিচের উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :
জনাব রাজন ও সুমন পারস্পরিক সমঝোতার ভিত্তিতে যথাক্রমে ২০০০ ও ৩০০০ টাকা বিনিয়োগ করে মডার্ন ট্রেডার্স নামে ব্যবসায় শুরু করেন। বছর শেষে তাঁরা ১০০০০ টাকা মুনাফা অর্জন করেন।
১৮।উদ্দীপকে বর্ণিত মডার্ন ট্রেডার্স কোন ধরনের ব্যবসায় সংগঠন?
গ) অংশীদারি ব্যবসায়

১৯। উদ্দীপকে উল্লিখিত জনাব সুমন কত টাকা মুনাফা পাবেন?
গ) ৫০০০ টাকা

২০। মি. আশিক প্যাসিফিক কম্পানি লিমিটেডের একজন বিক্রয় প্রতিনিধি। তিনি নিজেকে ওই প্রতিষ্ঠানের অংশীদার হিসেবে পরিচয় দেন। মি. আশিক কোন ধরনের অংশীদার?
খ) আচরণে অনুমিত

২১। পণ্যমূল্য স্থির করা হয় বিপণনের কোন কাজের মাধ্যমে?
ক) বিক্রয়

২২। সমআয়-ব্যয় বিন্দু জানা থাকলে একজন ব্যবসায়ী যে কার্যক্রম গ্রহণ করতে পারে—
i. বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি
ii. সঠিক মূল্য নির্ধারণ
iii. ব্যয় কমানো
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii

২৩। কুমিল্লায় নিজস্ব জমি থাকাসত্ত্বেও মি. তৌফিক আহমেদ রাঙামাটিতে জমি লিজ নিয়ে কমলালেবুর চাষ করেন। ব্যবসায় পরিবেশের কোন উপাদান বিবেচনায় মি. তৌফিক আহমেদ ওই এলাকায় কমলালেবু চাষে উদ্বুদ্ধ হলেন?
ক) প্রাকৃতিক

২৪। রাষ্ট্রীয় ব্যবসায়ের বৈশিষ্ট্য হলো—
i. বিশেষ আইন দ্বারা গঠিত
ii. লোকসান সরকারকে বহন করতে হয়
iii. চিরন্তন অস্তিত্বের অধিকারী
নিচের কোনটি সঠিক?
ঘ) i, ii ও iii

২৫। পরিবেশদূষণের জন্য দায়ী—
i. আইনের প্রয়োগহীনতা
ii. জনগণের অসচেতনতা
iii. অনুন্নত বর্জ্য ব্যবস্থাপনা
নিচের কোনটি সঠিক?
ঘ) i, ii ও iii

২৬। জনাব আসলামের এক্সেল কম্পানি জাপানের স্বনামধন্য কম্পানি ইয়ংওয়ানের পণ্য বাংলাদেশে তৈরি করে নিজ দেশেই বিক্রয় করে থাকেন। জনাব আসলামের এক্সেল কম্পানিকে কী বলা হবে?
খ) ফ্রাঞ্চাইজি

২৭। বিশ্বের সর্বপ্রথম রচডেল সমবায় সমিতি কত সালে প্রতিষ্ঠিত হয়?
খ) ১৮৪৪

২৮। সর্বদা নিয়মমাফিক দায়িত্ব পালন কোন ধরনের নেতৃত্বের অন্যতম বৈশিষ্ট্য?
ঘ) আমলাতান্ত্রিক

২৯। পৃথিবীর সর্ববৃহৎ এনজিও কোনটি?
ঘ) ব্র্যাক

৩০। নিচের কোনটি যেকোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রধান অন্তরায়?
গ) রাজনৈতিক অস্থিতিশীলতা
সাজেশন ২০২০ ব্যবসায় উদ্যোগ

About Post Author

Related posts