ফিন্যান্স ও ব্যাংকিং MCQ উত্তরমালা – এস.এস.সি ২০২০

ফিন্যান্স ও ব্যাংকিং MCQ

ফিন্যান্স ও ব্যাংকিং MCQ

ফিন্যান্স ও ব্যাংকিং MCQ উত্তরমালা আজকের পরিক্ষা ফিন্যান্স ও ব্যাংকিং খুব ভালো হবে। তারপরও MCQ টিক কয়টা সঠিক হয়েছে R কয়টা ভুল হয়েছে। ফিন্যান্স ও ব্যাংকিং নৈর্ব্যক্তিক MCQ ans উত্তরপত্র অংশের সমাধান Solve উত্তর মালা ২০২০ সেট ক খ গ ঘ সকল বোর্ড ঢাকা,কুমিল্লা, চট্টগ্রাম, রাজশাহী, যশোর, বরিশাল, সিলেট, দিনাজপুর,ময়মনসিংহ, মাদ্রাসা,Dhaka, Rajshahi, Comilla, Jessore, Chittagong, Barisal, Sylhet, Dinajpur, Madrasah, তোমাদের এই সংশয় দূর করতে জানার উপায় টিমের উদ্যোগে পরীক্ষার শেষে সকল বহুনির্বাচনি অভীক্ষার উত্তরমালা পাওয়া যাবে JanarUpay.com এ।

পরীক্ষা-২০২০
ফিন্যান্স ও ব্যাংকিং
বহুনির্বাচনি অভীক্ষা
তারিখ ১৭/০২/২০২০

সেট বোর্ড

১.উত্তরঃ ()

২.উত্তরঃ ()

৩.উত্তরঃ ()

৪.উত্তরঃ ()

৫.উত্তরঃ ()

৬.উত্তরঃ ()

৭.উত্তরঃ ()

৮.উত্তরঃ ()

৯.উত্তরঃ ()

১০.উত্তরঃ ()

১১.উত্তরঃ ()

১২.উত্তরঃ ()

১৩.উত্তরঃ ()

১৪.উত্তরঃ ()

১৫.উত্তরঃ ()

১৬.উত্তরঃ ()

১৭.উত্তরঃ ()

১৮.উত্তরঃ ()

১৯.উত্তরঃ ()

২০.উত্তরঃ ()

২১. উত্তরঃ ()

২২.উত্তরঃ ()

২৩.উত্তরঃ ()

২৪.উত্তরঃ ()

২৫.উত্তরঃ ()

২৬.উত্তরঃ ()

২৭.উত্তরঃ ()

২৮.উত্তরঃ ()

২৯.উত্তরঃ ()

৩০.উত্তরঃ ()

“এস এস সি সকল mcq উত্তরমালা 2020”

এখানে ক্লিক করুন

 

এস.এস.সি. পরীক্ষা-২০১৯

ফিন্যান্স ও ব্যাংকিং

বহুনির্বাচনি অভীক্ষা (সম্ভাব্য উত্তরমালা)

১। ব্যবসায়ে পণ্য বৈচিত্রায়ন করলে-

Ans (ঘ) বিক্রয় বৃদ্ধি ও ঝুঁকি হ্রাস পাবে

২। একজন দর্জি দোকানদার তার দৈনন্দিন খরচগুলো স্বল্পমেয়াদি তহবিল থেকে নির্বাহ করে থাকেন। এক্ষেত্রে তিনি অর্থায়নের কোন নীতি অনুসরণ করেন?

Ans (খ) উপযুক্ততা নীতি

৩। ডিবেঞ্চারের সুবিধা কোনটি?

Ans (ক) নির্দিষ্ট সময়

৪। আফজল এন্ড কোং এর নগদ প্রবাহ ১ কোটি টাকা এবং নিট মুনাফা ৮০ লক্ষ টাকা। উক্ত কোম্পানির অবচয়ের পরিমাণ কত?

Ans (ক) 20 লক্ষ

৫। কাগজি মুদ্রা প্রচলনের কারণ ছিল-

Ans (গ) ii ও iii

৬। “Bancus” কী ধরনের শব্দ?

Ans (খ) প্রাচীন ল্যাটিন

৭। ব্যাংক ব্যবস্থাপকের নির্দেশনার ফলে ‘মুন’ ব্যাংকের কোন কাজটি সম্পাদন হবে?

Ans (ক) ঋণ আমানত সৃষ্টি

৮। কোন পরিস্থিতিতে ব্যাংক নিজেরই গ্রাহকের সাথে সম্পর্কের অবসান ঘটাতে পারে?

Ans (গ) গারনিশি অর্ডর জারি করলে

৯। ব্যাংক ব্যবস্থার প্রয়োজনীয়তা দেখা দেয় কখন?

Ans (গ) মুদ্রা প্রচলনের পর

১০। শামীম কোন ধরনের ব্যাংকে হিসাব খুলেছেন?

Ans (খ) বাণিজ্যিক ব্যাংক

১১। শামীম যে ব্যাংকের মাধ্যমে দৈনন্দিন লেনদেন সম্পন্ন করেন গ্রাহকের প্রেক্ষাপটে উক্ত ব্যাংকের উদ্দেশ্য হতে পারে-

Ans (গ) ii ও iii

১২। ব্যাংক ও তার গ্রাহকের মধ্যে কোন ধরনের সম্পর্ক বিদ্যমান?

উAns (ঘ) বন্ধক দাতা ও গ্রহীতা

১৩। কোন হিসাবে জমাতিরক্ত টাকা উত্তোলন করা যায়?

Ans (ক) চলতি হিসাব

১৪। বাণিজ্যিক ব্যাংকের তহবিলের গুরুত্বপূর্ণ বাহ্যিক উৎস কোনটি?

Ans (ঘ) আমানত গ্রহণ

১৫। কোন ব্যাংক বৈদেশিক মুদ্রার আগমন ও নির্গউমন নিয়ন্ত্রণ করে?

Ans (ঘ) বিনিময় ব্যাংক

১৬। এখানে ‘গ’ ব্যাংকের কাজটি হচ্ছে-

Ans (খ) নিকাশ ঘরের

১৭। ব্যাংক কিভাবে আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার ঘটায়?

Ans (ক) অর্থনৈথিক উন্নয়নে সাহায্য করে

১৮। বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলি হলো-

Ans (খ) i ও iii

১৯। পাবলিক লিমিটেড কোম্পানির মুনাফা লভ্যাংশ হিসাবে কাদের মধ্যে বন্টিত হয়?

Ans (খ) শেয়ার হোল্ডারদের

২০। বাণিজ্য ঘাটতি পূরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কোনটি?

Ans (খ) রেমিটেন্স

২১। উদ্দীপকে উল্লিখিত অর্থায়নের উৎস হচ্ছে-

Ans (খ) i ও iii

২২। ট্রাক ব্যবহারের উৎসটি বিবেচনা করার যৌক্তিকতা হচ্ছে-

Ans (ক) i ও ii

২৩। অনিশ্চয়তার যে অংশটুকু পরিমাপ করা হয় তা কি দ্বারা প্রকাশ করা হয়?

Ans (গ) ঝুঁকি

২৪। কোম্পানি দেউলিয়া হয় কি কারণে?

উ: (খ) আর্থিক ঝুঁকি বেশি হলে

২৫। সুযোগ ব্যয়কে অর্থায়ন কি বলা হয়?

Ans (গ) সময় মূল্য

২৬। কোন খাতে বিনিয়োগের সুযোগ সবচেয়ে বেশি?

Ans (খ) ডিবেঞ্চার

২৭। আর্থিক ঝুঁকি সৃষ্টি হয় কিভাবে?

Ans (ক) দায় পরিশোধের অক্ষমতা থেকে

২৮। মূলধন বাজেটিং এর ব্যর্থতার দায়ভার নিতে হয় কখন?

Ans (গ) অর্থ বিনিয়োগকারীকে

২৯। বর্তমানে জামিলের ব্যবসায়ের ঋণমূলধন কত?

Ans (ক) 15 লক্ষ

৩০। মূলধন কাঠামো পরিবর্তনে জামিল বিবেচনা করেছেন-

Ans (খ) i ও iii

এস.এস.সি. পরীক্ষা-২০১৮

ফিন্যান্স ও ব্যাংকিং
বহুনির্বাচনি অভীক্ষা (সম্ভাব্য উত্তরমালা)

১. অর্থবার্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে m এর মান কত হয়?
উত্তর: (ঘ) ২
২. প্রত্যয়নপত্র কার অনুকূলে ইস্যু করা হয়?
উত্তর: (গ) রপ্তানিকারক
৩. ঝুঁকি গ্রাস করা যায়-
উত্তর: (ঘ) সঠিক পরিকল্পনার মাধ্যমে, প্রতিষ্ঠানের ব্যয় হ্রাস করে, বিভিন্ন কৌশল অবলম্বন করে
৪. সুদের হার বাড়লে-
উত্তর: (খ) বিনিয়োগ এর বাজারমূল্য কমবে
৫. কাঠামোভিত্তিক ব্যাংক কয়টি?
উত্তর: (গ) ৪
৬. ৫০০ টাকার বিলে ২% বাট্টা ধার্য করা হলে কত টাকা নগদ সংগ্রহ করা যাবে?
উত্তর: (ক) ৪৯০ টাকা
৭. মিসেস আয়শার জন্য কোন ধরনের হিসাব যথোপযুক্ত?
উত্তর: (খ) সঞ্চয়ী হিসাব
৮. মিসেস আয়শা তার ব্যাংক থেকে যে ধরনের সেবা ও সুবিধা পেতে পারেন সেগুলো হল-
উত্তর: (গ) স্বল্পহারে সুদপ্রাপ্তি, যতবার খুশি ততবার টাকা জমা রাখা
৯. World Trade Organization (WTO) কোন দশকে আত্মপ্রকাশ করে?
উত্তর: (গ) ১৯৯০
১০. বন্ডের যে সকল বৈশিষ্ট্য রয়েছে তা হল-
উত্তর: (ঘ) জামানত, পরিকপ¦তা, রূপান্তরযোগ্যতা
১১. হুকুম চেকের বৈশিষ্ট্য কোনটি?
উত্তর: (ঘ) কেবল নির্দিষ্ট ব্যক্তি অর্থ উত্তোলন করতে পারে
১২. মূলধন বাজেটিং এর মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়-
উত্তর: (ক) স্থায়ী সম্পত্তি ক্রয়ের, স্থায়ী সম্পত্তি আধুনিকায়নের
১৩. অর্থায়নের দীর্ঘমেয়াদি উৎস-
উত্তর: (খ) ঋণপত্র
১৪. দেশের মুদ্রাবাজা নিয়ন্ত্রণ করে-
উত্তর: (খ) সরকার, কেন্দ্রীয় ব্যাংক
১৫. এই ধরনের লভ্যাংশ প্রদানের নীতিকে কী বলা হয়?
উত্তর: (গ) লভ্যাংশ প্রদান অনুপাত নীতি
১৬. উপরোক্ত উদ্দীপক অনুসারে লভ্যাংশ প্রদানের পরিমাণ কত হবে?
উত্তর: (ক) ১২,৫০,০০০ টাকা
১৭. ঋণদান, নোট ইস্যু এগুলো ব্যাংকের কোন ধরনের নীতি?
উত্তর: (খ) বিশেষায়নের নীতি
১৮. পরিচালন ব্যয়ে স্থায়ী খরচের পরিমাণ বেশি হলে কী তৈরি হয়?
উত্তর: (ক) ব্যবসায়িক ঝুঁকি
১৯. ট্রাভেলারস্ চেক হতে বাণিজ্যিক ব্যাংক কী পেয়ে থাকে?
উত্তর: (খ) কমিশন
২০. ঋণের শেষ আশ্রয়স্থল-
উত্তর: (গ) বাংলাদেশ ব্যাংক
২১. বিরাষ্ট্রীয়করণ প্রক্রিয়া কখন শুরু হয়?
উত্তর: (গ) সত্তরের দশকে
২২. মুনাফার অংশ শেয়ারহোল্ডার বা মালিকগণের মধ্যে বণ্টন না করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখাকে কী বলে?
উত্তর: (খ) সংরক্ষিত তহবিল
২৩. নিট মুনাফার সাথে কোনটি যোগ করলে নগদ আন্তঃ প্রবাহ পাওয়া যায়?
উত্তর: (ক) অবচয়
২৪. কাঠামোর ভিত্তিতে এক্সিম ব্যাংক কোন ধরনের ব্যাংক?
উত্তর: (খ) শাখা ব্যাংক
২৫. আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) এর সদস্য সংখ্যা কতটি দেশ?
উত্তর: (গ) ১৮৯
২৬. xyz এর সাধারণ শেয়ার মূলধন ব্যয় কত?
উত্তর: (গ) ১০.২১%
২৭. যদি বৃদ্ধির হার ৩.৫% হয় সেক্ষেত্রে সাধারণ শেয়ার মূলধন ব্যয় কত?
উত্তর: (ক) ১০.৭৫%
২৮. কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক কতজন?
উত্তর: (খ) ১২
২৯. ARR এর পূর্ণরূপ কী?
উত্তর: (গ) Annual Rate of Return
৩০. বিদ্যালয় একটি-
উত্তর: (ঘ) সামাজিক প্রতিষ্ঠান

 

ফিন্যান্স ও ব্যাংকিং বহুনির্বাচনি 2020, ফিন্যান্স ও ব্যাংকিং পরীক্ষার MCQ SSC 2020, এস এস সি টিক উত্তর ফিন্যান্স ও ব্যাংকিং, ফিন্যান্স ও ব্যাংকিং নৈবেত্তিক প্রশ্ন ২০২০, S.S.C MCQ 2020 ফিন্যান্স ও ব্যাংকিং, ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 2020 ,ফিন্যান্স ও ব্যাংকিং MCQ উত্তরমালা 2020, ফিন্যান্স ও ব্যাংকিং Mcq ans 2020 board,Ssc ভূগোল ও পরিবেশ পরীক্ষার উত্তর,ভূগোল ও পরিবেশ MCQ উত্তরমালা 2020

About Post Author

Related posts