দিনাজপুর বোর্ড ভূগোল ও পরিবেশ MCQ উত্তরমালা সেট সমাধান

ভূগোল ও পরিবেশ mcq

ভূগোল ও পরিবেশ mcq

উত্তরমালা আজকের পরিক্ষা ভূগোল ও পরিবেশ খুব ভালো হবে। তারপরও MCQ টিক কয়টা সঠিক হয়েছে R কয়টা ভুল হয়েছে। Geography and Environment নৈর্ব্যক্তিক MCQ ans উত্তরপত্র অংশের সমাধান Solve উত্তর মালা ২০২০ সেট ক খ গ ঘ সকল বোর্ড ঢাকা,কুমিল্লা, চট্টগ্রাম, রাজশাহী, যশোর, বরিশাল, সিলেট, দিনাজপুর,ময়মনসিংহ, মাদ্রাসা,Dhaka, Rajshahi, Comilla, Jessore, Chittagong, Barisal, Sylhet, Dinajpur, Madrasah, তোমাদের এই সংশয় দূর করতে জানার উপায় টিমের উদ্যোগে পরীক্ষার শেষে সকল বহুনির্বাচনি অভীক্ষার উত্তরমালা পাওয়া যাবে JanarUpay.com এ।

দিনাজপুর বোর্ডের ভূগোল ও পরিবেশ MCQ উত্তরমালা সেট (ঘ) সমাধান

১. বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল কোনটি ?

উত্তরঃ (খ) পাঠ

২. মানচিত্রে কয়টি পদ্ধতিতে স্কেল নির্দেশ করা হয় ?

উত্তরঃ (গ) পাঁচটি

৩. কোনটি ক্ষয়জাত সমভূমি?

উত্তরঃ ()

৪. শুন্ডা খাত কোন মহাসাগরে অবস্থিত?

উত্তরঃ (গ) আটলান্টিক মহাসাগরে

৫. গ্রিন হাউস প্রতিত্রিয়ার ফলে-

উত্তরঃ (গ)

৬. কোনটি উষ্চ স্ব্রেত ?

উত্তরঃ (ক) ল্যাব্রাডর স্ব্রোত

৭. অভিগমনের আকর্ষণমূলক কারণ কোনটি ?

উত্তরঃ (ক) বিশেষ দক্ষতার চাহিদা ও বাজার সুবিধা

৮. কোনটি শিল্পভিত্তিক নগর ?

উত্তরঃ (খ) পেনসিলভানিয়া

৯. বন্যার প্রাকৃতিক কারণ হলো ?

উত্তরঃ (ঘ)

১০. শুক্র গ্রহের বৈশিষ্ঠ্য কোনটি ?

উত্তরঃ (ঘ) এটি পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে

১১. বিথীর দেখা রেখাটির নাম কী ?

উত্তরঃ (খ) আস্তর্জাতিক তারিখ রেখা

১২. দিপালীর দেখা গ্রহঠির নাম কী ?

উত্তরঃ (গ) শনি

১৩. উক্ত গ্রহটি বায়ুমডন্ডলে রয়েছে

উত্তরঃ (খ)

১৪. সূর্যের নিকটতম গ্রহ কোনটি ?

উত্তরঃ (ক) বুধ

১৫. কোন বিষয়টি নিয়ে জীব-ভুগোল আলোচনা করে ?

উত্তরঃ (খ) প্রাণিজগৎ এবং উদ্ভিদের বন্টন

১৬. দুই বা ততোধিক নদীর মিলন স্থলকে কী বলে ?

উত্তরঃ (খ) নদী উপত্যকা

১৭. হিমালয় কীভাবে গঠিত হয়েছে ?

উত্তরঃ (ঘ) চ্যুতির ফলে ভূত্বক উঁচু হয়ে

১৮. গ্রিনল্যান্ডকে মহাদেশীয় মালভূশি বলা হয় কেন?

উত্তরঃ (খ) এটি পর্বতের পাদদেশে সঞ্চিত পলি দ্বারা গঠিত হওয়া কারণে

১৯. ট্রাপোমগুলের বৈশিষ্ট্য কোনটি ?

উত্তরঃ (খ) জলীয় বাস্পের আধিক্য পরিলতক্ষত হয়

২০. কোনটি অনবায়নযোগ্য সম্পদ ?

উত্তরঃ (ক) খনিজ তেল ও কয়লা

২১. উত্তরঃ (ক)

২২. সুমনের জমিতে উৎপাদিত ফসল কোনটি ?

উত্তরঃ (ঘ) ধান

২৩. উক্ত ফসলটি কোথায় ভালো হয় ?

উত্তরঃ (গ) সিলেটে

২৪. গ্রানাইট শিলার বৈশিষ্ট্য কোনটি ?

উত্তরঃ (গ) স্তরীভূত

২৫. বেকারি েকারখানার জন্য প্রয়োজন ?

উত্তরঃ (ঘ)

২৬. উদ্দীপকে উল্লিখিত বনভুমিটির বৃক্স কোনটি ?

উত্তরঃ (খ) গরান

২৭. হিমেলর দেখা নদীটির উৎপত্তিস্থল কোথায় ?

উত্তরঃ (ক)

২৮. উক্ত নদীটির উপনদী কোনটি ?

উত্তরঃ (খ) ধরলা

২৯. সড়কপথ গড়ে ওঠার জন্য প্রয়োজন ?

উত্তরঃ (গ)

৩০. ভারতীয় উপমহাদেশের স্থানীয় বায়ু কোনটি ?

উত্তরঃ (গ) সিরক্কো

About Post Author

Related posts