ফলগাছের গোড়ায় শাকসবজির ক্ষেতে কোন পদ্ধতিতে সেচ দেওয়া হয়?

ফলগাছের গোড়ায় এবং শাকসবজির ক্ষেতে কোন পদ্ধতিতে সেচ দেওয়া হয়?

ফলগাছের গোড়ায় সেচ পদ্ধতি:
গাছের গোড়ালিতে বৃত্তাকার সেচ পদ্ধতিতে সেচ দেওয়া হয়। এই পদ্ধতিতে সমস্ত জমিতে সেচ না দিয়ে শুধুমাত্র ওই স্থানে সেচ দেওয়া হয় যে স্থানে গাছ রয়েছে। বৃত্তাকার সেচ পদ্ধতিতে ফল বাগানের মাঝ বরাবর একটি প্রধান নালা কাটা হয় এবং এরপর প্রতিটি ফলগাছের নিচে বৃত্তাকার নালা কেটে তা প্রধান নালার সাথে সংযোগ দেওয়া হয়। বৃত্তাকার সেচ পদ্ধতিতে পানি অপচয় হয় না এবং সেই সাথে পানি নিয়ন্ত্রণ করাও সহজ হয়।

“ বাংলাদেশের মানুষকে মাছে ভাতে বাঙালি বলা হয় কেন?”এখানে ক্লিক করুন

শাকসবজির ক্ষেতে সেচ পদ্ধতি:
শাকসবজির ক্ষেতে ফোয়ারা সেচ পদ্ধতিতে সেচ দেওয়া হয়। এ পদ্ধতিতে ফসলের জমিতে বৃষ্টির মতো পানি সেচ দেওয়া হয়। আমাদের দেশে ঝাঝরি দিয়ে বীজতলায় কিংবা চারা গাছে ফোয়ারা সেচ দেওয়া হয়।

About Post Author

Related posts