শিক্ষকের শেষ মন্তব্যটি কোন মাটিকে নির্দেশ করে? ব্যাখ্যাপূর্বক ধান চাষের জন্য উপযোগী কী না যুক্তি দাও

শিক্ষকের শেষ মন্তব্যটি কোন মাটিকে নির্দেশ করে? ব্যাখ্যাপূর্বক ধান চাষের জন্য উপযোগী কী না যুক্তি দাও

উদ্দীপকে শিক্ষকের শেষ মন্তব্যটি দোআঁশ মাটি কে নির্দেশ করে। দোআঁশ মাটিতে অর্ধেক বালিকণা এবং বাকি অর্ধেক পোলিকণা ও কর্দমকণা থাকে।

দোআঁশ ধান চাষের জন্য উপযোগী কী না যুক্তিঃ

চাষাবাদের জন্য দোআঁশ মাটি উত্তম। দোআঁশ মাটিতে সবধরনের ফসল ভালো জন্মে। আমাদের দেশে অধিকাংশ এলাকার মাটি দোআঁশ মাটি। তবে ধান চাষের জন্য এঁটেল-দোআঁশ মাটি উপযোগী। কারণ এ ধরনের মাটিতে শতকরা ৪০ ভাগ কর্দমকণা থাকে। অন্যদিকে এঁটেল-দোআঁশ মাটিতে চাষ করা খুব কষ্টকর। তাই জৈব সার ব্যাবহার করে এ মাটিকে চাষ উপযোগী করা সম্ভব। ধান চাষে এঁটেল-দোআঁশ খুবই ভাল কারণ এঁটেল মাটির পানি ধারন ক্ষমতা বেশি।

About Post Author

Related posts