পলিব্যাগে চারা তৈরী সুবিধাজনক কেন? ব্যাখ্যা কর।নার্সারি চারা উৎপাদণে, পলিব্যাগে ব্যাগে চারা তৈরী সুবিধাজনক। কারনঃ
উত্তর: যে নার্সারিতে পলিব্যাগে চারা উৎপাদন করা হয়ে থাকে সেই নার্সারিকে। পলিব্যাগ নার্সারি বলে। বিভিন্ন ধরনের ফল ও বনজ গাছের চারা উৎপাদনের জন্য সরাসরি বীজ অথবা অঙ্কুরিত বীজ পলিব্যাগে বপন করা যায়।
পলিব্যাগ
নার্সারিতে চারা উৎপাদনের অনেক সুবিধা রয়েছে। নিম্নে সেই সুবিধাগুলাে সম্পর্কে আলােচনা করা হলাে:
(১) হালকা ও সহজেই পরিবহন করা যায়।
(২) পলিব্যাগের চারা রােপণ করা সহজ ও চারার মৃত্যুহার কম।
(৩) পলিব্যাগ উৎপাদিত চারার পরিচর্যা করা সহজ এবং পরিবহনে চারার কোনাে ক্ষতি হয় না।
(৪) যে কোনাে মাপের এবং ঘনত্বের তৈরি করা যায়।
(৫) মজবুত ও দীর্ঘস্থায়ী হয়।
সুতরাং বলা যায়, পলিব্যাগে চারা তৈরী অনেক সুবিধাজনক।