ওয়েবসাইটের কাঠামো বলতে কি বুঝায়?

ওয়েবসাইটের কাঠামো বলতে কি বুঝায়?

 

ওয়েবসাইটে বিভিন্ন পেজ থাকে। প্রতিটি পেজে বিভিন্ন উপাদান থাকে। ওয়েবসাইটের অন্তর্গত বিভিন্ন পেজগুলো সাজানোর লেআউটই হলো ওয়েবসাইটের কাঠামো। ওয়েবসাইটের বিভিন্ন পেজগুলো লিংক করা থাকে। একটি ওয়েবসাইটে প্রবেশ করলে প্রথম কোন পেজটি প্রদর্শিত হবে, সেখান থেকে অন্যান্য পেজে কীভাবে যাওয়া যাবে তা ওয়েবসাইটের কাঠামোতে ঠিক করা হয়।

একটি ওয়েবসাইটের কাঠামো মূলত তিন ভাগে বিভক্ত থাকে। যথা–

  1. হোমপেজ
  2. মূলধারার পেজ
  3. উপ-ধারার পেজ।

About Post Author

Related posts