দ্বিরুক্ত শব্দ কি? দ্বিরুক্ত শব্দের প্রকারভেদ

দ্বিরুক্ত শব্দের অর্থ দুবার উক্তি করা বা বলা। একবার উচ্চারিত হলে একটি শব্দ যে অর্থ প্রকাশ করে,
একসঙ্গে দুবার উচ্চারণের ফলে তা প্রায়ই অন্য একটি সম্প্রসারিত অর্থ প্রকাশ করে।
অর্থের নতুনত্বের ফলে দ্বিরুক্ত শব্দ বাংলা ভাষায় নতুন মাত্রা যোগ করেছে।

শব্দের সংজ্ঞা : একই শব্দ দুবার উচ্চারিত হয়ে যে শব্দ গঠিত হয় তাকে দ্বিরুক্ত শব্দ বলে।
অথবা, বাংলা ভাষায় যখন একই শব্দকে একসঙ্গে দুবার প্রয়োগ করে বহু বিচিত্র ভাব ব্যক্ত করা হয় তখন সে শব্দযুগলকে শব্দদ্বৈত বা দ্বিরুক্ত শব্দ বলে।
যেমন– জ্বর হওয়া এবং জ্বর জ্বর বোধ করা এক অর্থ প্রকাশ করে না। একধামা ধানের পরিমাণের চেয়ে ধামা ধামা ধান নিশ্চয়ই অনেক অনেক বেশি পরিমাণ বোঝায়।

শব্দের প্রকারভেদ
দ্বিরুক্ত শব্দ তিন প্রকার। যথা–
১। শব্দের দ্বিরুক্তি
২। পদের দ্বিরুক্তি
৩। অনুকার অব্যয় বা ধ্বন্যাত্মক শব্দের দ্বিরুক্তি।

About Post Author

Related posts