ডিজিটাল ব্যালেন্স ব্যবহারে সর্তকতা কি?

ডিজিটাল ব্যালেন্স ব্যবহারে সর্তকতা কি?

 

পরীক্ষাগারে কোন নমুনার পরিমাণ সঠিকভাবে ও কম সময়ে ওজন করার জন্য ডিজিটাল ব্যালেন্স ব্যবহার করা হয়। তবে ডিজিটাল ব্যালেন্স ব্যবহারের কিছু সতর্কতা রয়েছে।
১. ডিজিটাল ব্যালেন্সে নমুনা পরিমাপের পূর্বে সমতল স্থানে ব্যালেন্স স্থাপন করতে হবে।
২. ডিজিটাল ব্যালেন্সে নমুনা ওজন করার পূর্বে ব্যালেন্সের টপ লোডিং প্যান ভালো করে পরিষ্কার করে নিতে হবে।
৩. ডিজিটাল ব্যালেন্সে on বাটন চাপার পর মনিটরে zero না আসা পর্যন্ত ওজন চাপানো যাবে না।
৪. উত্তপ্ত অবস্থায় কোন বস্তুর ওজন করা যাবে না।
৫. ব্যালেন্সের ধারণক্ষমতার অধিক ওজন পরিমাপ করা যাবে না।
৬. নমুনা ওজন করার সময় কাচের পার্শ্ব দেয়াল সঠিকভাবে বন্ধ করতে হবে।
৭. ক্ষতিকর নমুনা পরিমাপ করা যাবে না।

Table of Contents

About Post Author

Related posts