ওলিয়াম কাকে বলে?

ওলিয়াম কাকে বলে?

98% বিশুদ্ধ সালফিউরিক এসিডের মধ্যে সালফার ট্রাই অক্সাইড গ্যাস চালনা করলে 100% বিশুদ্ধ সালফিউরিক এসিড উৎপন্ন হয়। যাকে সালফান বলে।

98%H₂SO₄+H₂O —>100%HSO₄

P₂O₅ নিরুদক কেন?

100% বিশুদ্ধ সালফিউরিক এসিডের মধ্যে আরও অতিরিক্ত সালফার ট্রাই অক্সাইড গ্যাস চালনা করলে ওলিয়াম বা ধুমায়মান সালফিউরিক এসিড উৎপন্ন হয়।

100%H₂SO₄ +SO₃—-> H₂S₂O₇

ওলিয়ামের মধ্যে প্রয়োজনমতো পানি যোগ করে বিভিন্ন ঘনমাত্রার সালফিউরিক এসিড তৈরি করা যায়।

Table of Contents

About Post Author

Related posts