P₂O₅ নিরুদক কেন?

P₂O₅ নিরুদক কেন?

ফসফরাস পেন্টা অক্সাইড একটি শক্তিশালী নিরুদক।
এটি বাতাসের জলীয় বাষ্পকে শোষণ করে এবং অজৈব ও জৈব পদার্থের পানির উপাদান মৌলকে পানিরুপে আকর্ষণ করে ঐ যৌগকে নিরুদিত করে।

যেমনঃ ফসফরাস পেন্টা অক্সাইড HNO₃ এসিড, H₂SO₄ এসিড প্রভৃতি অজৈব এসিড হতে পানি শোষণ করে তাদের অ্যানহাইড্রাইড গঠন করে এবং নিজে মেটা ফসফরিক এসিডে (HPO₃) পরিণত হয়।

প্লাস্টিক সালফার কি?

P₂O₅ + H₂SO₄ ——>SO₃+2HPO₃
P₂O₅+2HNO₃ —-> N₂O₅+2HPO₃

এছাড়া ইথানল থেকে পানি শোষণ করে ইথিন উৎপন্ন করে। অর্থাৎ ইথানলকে নিরুদিত করে।
C₂H₅OH + P₂O₅ —-> CH₂=CH₂+ H₂O

About Post Author

Related posts