দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে?

দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে?

যে সংখ্যা পদ্ধতিতে দশটি (১০টি) অঙ্ক (Digit) ব্যবহার করা হয় তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে।
প্রাচীন ভারতে এই পদ্ধতির প্রচলন প্রথম শুরু হয় বলে একে হিন্দু সংখ্যা পদ্ধতিও বলা হয়। দশমিক সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্কগুলো হলো ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ এবং ৯। দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে ১০।
উদাহরণ : (৪২০)১০

অস্থানিক সংখ্যা পদ্ধতি কাকে বলে? অস্থানিক সংখ্যা পদ্ধতির উদাহরণ

About Post Author

Related posts