ASCII Code (অ্যাসকি কোড) ও BCD Code (বিসিডি কোড) কি?

ASCII Code (অ্যাসকি কোড) ও BCD Code (বিসিডি কোড) কি?

অ্যাসকি কোড : ASCII Code এর পূর্ণ নাম American standard Code for Information Interchange. ASCII একটি বহুল প্রচলিত 7 বিট এর কোড। বাম দিকের 3টিকে জোন এবং ডানদিকের 4টি বিটকে সংখ্যাসূচক বিট হিসেবে ধরা হয়। তবে একেবারে বামে একটি প্যারিট বিট যােগ করে ASCII কে 4বিট কোডে রূপান্তরিত করা হয়।

বিসিডি কোড :
BCD এর পূর্ণ নাম Binary Coded Decimal। দশমিক পদ্ধতির সংখ্যাকে বাইনারি সংখ্যায় প্রকাশের জন্য এ কোড ব্যবহার করা হয়। এ কোডের মাধ্যমে ‘0’ থেকে ‘9’ পর্যন্ত মােট 10টি সংখ্যাকে 4 বিট বাইনারি সংখ্যা দ্বারা নির্দেশ করা যায়। BCD একটি ৪বিট বাইনারি ভিত্তিক কোড। এ 4 বিট এর সমন্বয়ে অনেক রকম BCD কোড তৈরি করা যায়।

দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে?

About Post Author

Related posts