ধাতু, অধাতু এবং উপধাতু কাকে বলে?

ধাতু, অধাতু এবং উপধাতু কাকে বলে?

ধাতু : যে সকল মৌলিক পদার্থ সাধারণ অবস্থায় কঠিন, দৃঢ়,
উজ্জ্বল বা চকচকে, ওজনে ভারী, আঘাত করলে ঝনঝন শব্দ করে এবং
তাপ ও বিদ্যুৎ পরিবাহী সেই মৌলিক পদার্থকে ধাতু বলে। যেমন– লােহা, তামা, সােনা ইত্যাদি।

অধাতু : যেসব মৌল চকচকে নয়, আঘাত কররে ঝনঝন শব্দ করে না এবং তাপ ও বিদ্যুৎ পরিবাহী নয়, তাদেরকে অধাতু বলে।
ইস্পাত কি? ইস্পাতের শ্রেণিবিভাগ ও বৈশিষ্ট্য
উপধাতু : যে সকল মৌল কোনো কোনো সময় ধাতুর মতো আচরণ করে এবং কোনো কোনো সময় অধাতুর মতো আচরণ করে তাদেরকে অর্ধধাতু বা উপধাতু বলে। যেমন, সিলিকন (Si) একটি উপধাতু।

About Post Author

Related posts