ইস্পাত কি? ইস্পাতের শ্রেণিবিভাগ ও বৈশিষ্ট্য

ইস্পাত কি? ইস্পাতের শ্রেণিবিভাগ ও বৈশিষ্ট্য

ইস্পাত হচ্ছে লোহা ও কার্বনের একটি সংকর ধাতু যাতে মান ভেদে মোট ওজনের 0.2% থেকে 2.1% কার্বন থাকে।

ইস্পাতের শ্রেণিবিভাগ

সিরামিক কাকে বলে? সিরামিকের বৈশিষ্ট্য

ইস্পাতকে সাধারণ দুই ভাগে ভাগ করা যায়। যথা–

  • প্লেইন কার্বন স্টীল (Plain carbon steel)
  • অ্যালয় স্টীল (Alloy steel)

প্লেইন কার্বন স্টীলকে আবার নিম্নলিখিতভাবে ভাগ করা যায়–

  • মাইল্ড স্টীল (Mild steel)
  • মিডিয়াম কার্বন স্টীল (Medium carbon steel)
  • হাই কার্বন স্টীল (High carbon steel)
  • টুল স্টীল (Tool steel)

সংকর (Alloy) ইস্পাতকে নিম্নলিখিতভাবে ভাগ করা যায়–

  • কন্ট্রাকশনাল অ্যালয় স্টীল
  • করােশন ও হিট রেজিস্ট্যান্স অ্যালয় স্টীল
  • অ্যালয় টুল ও ডাই স্টীল
  • স্পেশাল স্টীল।

ইস্পাতের বৈশিষ্ট্য

অন্যান্য ধাতুর মত লোহাও ভূগর্ভে অক্সিজেন ও সালফারের সাথে যুক্ত অবস্থায় থাকে। ঢালাই লোহার গলনাংক ১৩৭০ ডিগ্রী সেলসিয়াস। ইস্পাতের ঘনত্ব মানের ওপর ভিত্তি করে প্রতি ঘনসেন্টিমিটার ৭.৭৫ থেকে ৮.০৫ গ্রাম পর্যন্ত হতে পারে।

 

About Post Author

Related posts