টাইট্রেশন (Titration) কাকে বলে?
অজ্ঞাত ঘনমাত্রার কোনো পরীক্ষাধীন দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের উদ্দেশ্যে উক্ত দ্রবণের কত
আয়তনের সাথে কোনো প্রয়োজনীয় বিকারকের প্রমাণ দ্রবণের কত আয়তন সম্পূর্ণভাবে বিক্রিয়া করতে পারে তা উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে নির্ণয় করার পরীক্ষা পদ্ধতিকে টাইট্রেশন (Titration) বলে।
আয়তনমাত্রিক বিশ্লেষণে ট্রাইট্রেশন একটি গুরুত্বপূর্ণ বিষয়। টাইট্রেশনে বিভিন্ন দ্রবণের মাত্রা বিভিন্ন এককে প্রকাশ করা যেতে পারে।
উষ্ণতামিতিক পদার্থ কি? উষ্ণতামিতিক পদার্থের ব্যবহার