সংকর ধাতু কি? ধাতুর ব্যবহার
সংকর ধাতু হলো একাধিক ধাতু বা একটি ধাতুর সাথে বিভিন্ন উপাদানের মিশ্রণ।
এ উপাদানগুলো ধাতব বন্ধন দ্বারা যুক্ত থাকে। যেমন, ইস্পাত, সোলডার, পিতল, ডুরালুমিন, পিউটার, ব্রোঞ্জ ও অ্যামালগাম।
সংকর ধাতুর ব্যবহার
দৈনন্দিন জীবনের নানা ক্ষেত্রে সংকর ধাতুর অনেক ব্যবহার রয়েছে। অনেক সময় একাধিক ধাতুর মিশ্রণের ফলে দ্রব্যের উৎপাদন ব্যয় অনেকাংশে কমে যায়। আবার অনেক ক্ষেত্রে ধাতুর সক্ষমতা বৃদ্ধি করার উদ্দেশ্যে (যেমন – ধাতব ঔজ্জ্বল্য, ঘাতসহনীয়তা বা নমনীয়তা) সংকর ধাতু ব্যবহার করা হয়।
ঢালাই লােহা কি? ঢালাই লােহা কত প্রকার ও কী কী?