ইস্পাত কি? ইস্পাতের শ্রেণিবিভাগ ও বৈশিষ্ট্য
ইস্পাত হচ্ছে লোহা ও কার্বনের একটি সংকর ধাতু যাতে মান ভেদে মোট ওজনের 0.2% থেকে 2.1% কার্বন থাকে।
ইস্পাতের শ্রেণিবিভাগ
সিরামিক কাকে বলে? সিরামিকের বৈশিষ্ট্য
ইস্পাতকে সাধারণ দুই ভাগে ভাগ করা যায়। যথা–
- প্লেইন কার্বন স্টীল (Plain carbon steel)
- অ্যালয় স্টীল (Alloy steel)
প্লেইন কার্বন স্টীলকে আবার নিম্নলিখিতভাবে ভাগ করা যায়–
- মাইল্ড স্টীল (Mild steel)
- মিডিয়াম কার্বন স্টীল (Medium carbon steel)
- হাই কার্বন স্টীল (High carbon steel)
- টুল স্টীল (Tool steel)
সংকর (Alloy) ইস্পাতকে নিম্নলিখিতভাবে ভাগ করা যায়–
- কন্ট্রাকশনাল অ্যালয় স্টীল
- করােশন ও হিট রেজিস্ট্যান্স অ্যালয় স্টীল
- অ্যালয় টুল ও ডাই স্টীল
- স্পেশাল স্টীল।
ইস্পাতের বৈশিষ্ট্য
অন্যান্য ধাতুর মত লোহাও ভূগর্ভে অক্সিজেন ও সালফারের সাথে যুক্ত অবস্থায় থাকে। ঢালাই লোহার গলনাংক ১৩৭০ ডিগ্রী সেলসিয়াস। ইস্পাতের ঘনত্ব মানের ওপর ভিত্তি করে প্রতি ঘনসেন্টিমিটার ৭.৭৫ থেকে ৮.০৫ গ্রাম পর্যন্ত হতে পারে।