ঢালাই লােহা কি? লােহা কত প্রকার ও কী কী?
ঢালাই লোহা একটি অশুদ্ধ লোহা। এর মধ্যে 2 থেকে 4.5 শতাংশ কার্বন থাকে।
এছাড়া সামান্য পরিমাণে সিলিকন (Si), ম্যাঙ্গানিজ (Mn), সালফার (S)
এবং ফসফরাস (P) থাকে। ঢালাই লোহা ব্যবহার করে কড়াই, রেলিং রড, পানির, পাইপ,
ম্যান হোলের ঢাকনা, বাটখারা ইত্যাদি তৈরি করা হয়। এছাড়া ঢালাই লোহা থেকে ইস্পাত
ও পেটা লোহা তৈরি করা হয়।
ঢালাই লােহা কত প্রকার ও কী কী?
ঢালাই লােহা ছয় প্রকার, যথাঃ
১। হােয়াইট কাস্ট আয়রন (White Cast Iron)
২। মেলিয়্যাবল কাস্ট আয়রন (Malleable Cast Iron)
৩। গ্রে কাস্ট আয়রন (Grey Cast Iron)
৪। চিল্ড কাস্ট আয়রন (Chilled Cast Iron)
৫। নডুলার কাস্ট আয়রন (Nodular Cast Iron)
৬। অ্যালয় কাস্ট আয়রন (Alloy Cast Iron)
এসিড (Acid) কি? এসিড ব্যবহারে সাবধানতা