পানি চক্র কাকে বলে? পানি চক্রের গুরুত্ব কি?

পানি চক্র কাকে বলে? পানি চক্রের গুরুত্ব কি?

যে প্রক্রিয়ায় পানি এক স্থান থেকে অন্য স্থানে বা এক অবস্থা থেকে অন্য অবস্থায় চক্রাকারে চলাচল করে তাকে পানি চক্র বলে। অর্থাৎ, ভূ-পৃষ্ঠের পানি থেকে জলীয় বাষ্প, জলীয় বাষ্প থেকে মেঘ, মেঘ থেকে বৃষ্টি হিসেবে পানি আবার ভূ-পৃষ্ঠে ফিরে আসে। এভাবে পানির চক্রাকারে ঘুরে আসাকে পানি চক্র বলে।

পানি চক্রের গুরুত্ব

সিওডি (COD) কি?

পরিবেশের অন্যতম মূল উপাদান হলো পানি। আমরা পানি চক্রের মাধ্যমে এই পানি পেয়ে থাকি। এই প্রক্রিয়ায় পানি নদ-নদী, খাল-বিল ও সমুদ্রপৃষ্ঠ থেকে সূর্যের তাপে জলীয় বাষ্পে পরিণত হয়ে বায়ুমন্ডলে যায় এবং বায়ুমণ্ডল অপেক্ষাকৃত ঠাণ্ডা হওয়ায় এই জলীয় বাষ্প ঘনীভূত হয়ে পানির ছোট ছোট কণা ও মেঘে পরিণত হয় এবং বৃষ্টিপাত ঘটে। এতে পরিবেশ যে শুধু ঠাণ্ডা থাকে তাই নয়, গাছপালার উৎপাদনও বেড়ে যায় এবং পরিবেশে পানির ভারসাম্য রক্ষা হয়।

অপরদিকে মরু অঞ্চলে গাছপালা এবং পানি নেই বলে সেখানে বৃষ্টিপাত কম খুব কম হয়; ফলে পরিবেশ উত্তপ্ত থাকে। এক্ষেত্রে পরিবেশের ভারসাম্য রক্ষায় পানি চক্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তাই আমরা বলতে পারি পরিবেশের ভারসাম্য রক্ষায় পানি চক্রের গুরুত্ব অপরিসীম।

Table of Contents

About Post Author

Related posts