মেরুদন্ড কাকে বলে? মেরুদন্ডের কাজ কি?

মেরুদন্ড কাকে বলে? মেরুদন্ডের কাজ কি?

অ্যাটলাস থেকে কক্কিক্স পর্যন্ত প্রলম্বিত, সুষুম্নাকাণ্ডকে ঘিরে অবস্থিত একসারি কশেরুকা নিয়ে গঠিত এবং দেহের অক্ষকে অবলম্বনদানকারী অস্থিময় ও নমনীয় গঠনকে মেরুদণ্ড বলে। মেরুদন্ডকে শিরদাঁড়া, স্পাইন, স্পাইনাল কলাম প্রভৃতি বিভিন্ন নামে অভিহিত করা হয়। মেরুদণ্ড গঠিত ৩৩টি অস্থি নিয়ে। মেরুদন্ডের প্রত্যেকটি অস্থিখন্ডককে কশেরুকা বলে।

মেরুদন্ডের কাজ

পানি চক্র কাকে বলে? পানি চক্রের গুরুত্ব কি?

  • দেহকান্ডের সুষ্ঠু সঞ্চালনে মজবুত ও নমনীয় অবলম্বন হিসেবে কাজ করে।
  • সুষুম্না কান্ড ও সুষুম্না স্নায়ুমূলকে বেষ্টন ও রক্ষা করে।
  • মাথাকে অবলম্বন দেয় এবং পিভট এর মতো কাজ করে।
  • পর্শুকা সংযোগের ক্ষেত্র সৃষ্টি করে দেহের অক্ষরূপে কাজ করে।
  • দেহের ভঙ্গি দানে ও চলাফেরায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এখানে যা শিখলাম–
মেরুদন্ড কি?; মেরুদন্ডের কাজ কি?; মেরুদন্ড কতটি অস্থি নিয়ে গঠিত?;

About Post Author

Related posts