প্রকৃত কোষ কাকে বলে? প্রকৃত কোষ কত প্রকার ও কি কি?
যে সকল কোষের নিউক্লিয়াস সুগঠিত অর্থাৎ নিউক্লিয়ার ঝিল্লি দ্বারা নিউক্লিও বস্তু পরিবেষ্টিত ও
সুসংগঠিত থাকে তাকে, প্রকৃত কোষ বলে। এসব কোষে রাইবোজোমসহ সকল অঙ্গাণু উপস্থিত থাকে। অধিকাংশ উচ্চ শ্রেণির জীবকোষ এ ধরনের হয়।
কাজের ভিত্তিতে প্রকৃত কোষ দুই প্রকার, যথা– দেহকোষ এবং জননকোষ।
মিয়োসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন?
বহুকোষী জীবের দেহ গঠনে যেসব কোষ অংশগ্রহণ করে তাদেরকে দেহকোষ বলে। মাইটোটিক ও অ্যামাইটোটিক বিভাজনের মাধ্যমে এরা বিভাজিত হয়। অপরদিকে, যৌন প্রজনন ও জনুক্রম দেখা যায় এমন জীবে জনন কোষ উৎপন্ন হয়। এই কোষ শুধুমাত্র মিয়োসিস বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়।