রাইবোজোম (Ribosome) কি? রাইবোজোম এর কাজ

রাইবোজোম (Ribosome) কি? এর কাজ

রাইবোজোম (Ribosome) হচ্ছে জীব কোষে অবস্থিত
রাইবোনিউক্লিওপ্রোটিন দ্বারা গঠিত ক্ষুদ্র ক্ষুদ্র কণা। প্রাণী ও উদ্ভিদ উভয় প্রকার কোষেই এদের পাওয়া যায়।
এটি প্রধানত আমিষ সংশ্লেষণে সাহায্য করে। কোথায় আমিষ সংশ্লেষণ হবে তার স্থান নির্ধারণ করা এর কাজ।
প্রোটিনের পলিপেপটাইড চেইন সংযোজন এই রাইবোজোমে হয়ে থাকে। এছাড়া এ কাজে প্রয়োজনীয় উৎসেচক সরবরাহ করে থাকে।

প্রকৃত কোষ কাকে বলে? প্রকৃত কোষ কত প্রকার ও কি কি?

About Post Author

Related posts