সমযোজী বন্ধন কাকে বলে? সমযোজী বন্ধনের উদাহরণ
সর্বশেষ শক্তিস্তরে স্থায়ী বা নিকটতম নিষ্ক্রিয়
গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভের জন্য ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয়,
তাকে সমযোজী বন্ধন বলে।
উদাহরণ : একটি কার্বন পরমাণুর সাথে দুটি অক্সিজেন পরমাণু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে কার্বন ডাই-অক্সাইড অণু গঠন করে। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডে কার্বন ও অক্সিজেন পরমাণু সমযোজী বন্ধনে আবদ্ধ।