গ্লাস ক্লিনার কি? গ্লাস ক্লিনারের মূল উপাদান ও বৈশিষ্ট্য

গ্লাস ক্লিনার কি? গ্লাস ক্লিনারের মূল উপাদান ও বৈশিষ্ট্য

গ্লাস ক্লিনার হলো এক ধরনের তরল পরিষ্কারক যা দ্বারা কাচ জাতীয় বিভিন্ন মসৃণ সামগ্রী (যেমন- আলমারি, শো-কেস, দরজা বা গাড়ির কাঁচ ইত্যাদি) পরিষ্কার করা হয়। গ্লাস ক্লিনারের মূল উপাদান হিসেবে NH3 ব্যবহার করা হয়। এছাড়া এতে থাকে অ্যামোনিয়া দ্রবণ (NH4OH), আইসােপ্রােপাইল অ্যালকোহল (CH3CH(OH)3CH3) সোডিয়াম লরিল সালফেট (সারফেকট্যান্ট), বিউটক্সি ইথানল (দ্রাবক), পারফিউম, রঞ্জক এবং পানি।

গ্লাস ক্লিনারের বৈশিষ্ট্য
১. গ্লাসকে ক্ষয় করে না।
২. সহজে প্রয়োগ ও ব্যবহার করা যায়।
৩. স্প্রে করে গ্লাসে প্রয়োগ করা যায়।
৪. খুব সহজেই গ্লাসের দাগ ও জমে থাকা ময়লা পরিষ্কার করে।

About Post Author

Related posts