পুরুষ কাকে বলে? পুরুষ কত প্রকার ও কি কি?

পুরুষ কাকে বলে? পুরুষ কত প্রকার ও কি কি?

যাকে অবলম্বন করে ক্রিয়া সম্পাদিত হয়,
তাকে পুরুষ বলে। যেমন- আমি, তুমি, সে,
এটা ইত্যাদি। পুরুষ ব্যক্তি, বস্তু বা প্রাণী হতে পারে।

Table of Contents

পুরুষ কয় প্রকার ও কী কী?

পুরুষ তিন প্রকার। যেমন–
ক. উত্তম পুরুষ
খ. মধ্যম পুরুষ
গ. নাম পুরুষ

ক. উত্তম পুরুষ : ক্রিয়ার কর্তা নিজেকে বুঝাতে যে সর্বনাম ব্যবহার করে, তাকে উত্তম পুরুষ বলে। যেমন– আমি, আমরা ইত্যাদি।
খ. মধ্যম পুরুষ : বক্তা যার সাথে কথা বলে তাকে বুঝাতে যে সর্বনাম ব্যবহার করে, তাকে মধ্যম পুরুষ বলে। যেমন– তুমি, তােমরা, আপনি ইত্যাদি।
গ. নাম পুরুষ : বক্তা যার সম্পর্কে কিছু বলে তাকে বুঝাতে যে সর্বনাম ব্যবহার করে, তাকে নাম পুরুষ বলে। যেমন– সে, তারা, করিম, এটা ইত্যাদি।

About Post Author

Related posts