গ্রিনহাউস ইফেক্ট (Greenhouse effect) কি? গ্রিন হাউস ইফেক্ট কেন সৃষ্টি হয়?

গ্রিনহাউস ইফেক্ট (Greenhouse effect) কি? গ্রিন হাউস ইফেক্ট কেন সৃষ্টি হয়?

গ্রিনহাউস গ্যাস (CO2, CO, CH4, N2O ইত্যাদি) বৃদ্ধির ফলে পরিবেশের তাপমাত্রা বেড়ে যায় যাকে বলা হয় গ্রিনহাউস ইফেক্ট।

গ্রিন হাউস ইফেক্ট কেন সৃষ্টি হয়?

পৃথিবীর চারপাশে CO2 এর পুরু আস্তরণ রয়েছে। এ আবরণের ভিতর ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের আলো প্রবেশ করতে পারলেও দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের আলো প্রবেশ বা বের হতে পারে না। সূর্য থেকে আগত আলোকরশ্মি (ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের) এ আবরণ ভেদ করে পৃথিবীতে শোষিত হয়। কিন্তু পৃথিবী থেকে বিকিরিত আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি হওয়ায় তা এ আবরণ ভেদ করতে পারে না। এভাবে তাপশক্তি আটকে পড়ার কারণে গ্রিন হাউস ইফেক্ট সৃষ্টি হয়।

About Post Author

Related posts