পদার্থ বিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্ন mcq 2021 ( মডেল ১৭)
১) তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান উপরদান কোনটি?
উত্তরঃ কয়লা
২) কোন শতে কোনো বস্তুর গতিশক্তি ১৬ গুন হবে?
উত্তরঃ ভর অপরিবর্তিত, বেগ চারগুন
SSC Physics Mcq answer 2021এস এস সি (মডেল ২০)
৩) বিভব শক্তির একক কোনটি?
উত্তরঃ জুল
পদার্থ বিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্ন mcq 2021(মডেল ১৭)
৪) নিচের কোনটি যান্ত্রিক শক্তির একটা অংশ?
উত্তরঃ গতিশক্তি
৫) পেট্টোলিয়াম থেকে নিচের কোনটি পাওয়া যায়?
উত্তরঃ টেরিলিন
৬) নিচের কোন ঘোটনা ক্ষেএে কাজ সম্পাদিত হয়?
উত্তরঃ তপন হেঁটে পাঠশালায় যাচ্ছে
৭) কোনো বস্তুুর উপর 1N বল প্রয়োগে বস্তুর 1m সরণ হলে বল দ্বারা কৃতকাজ কত ?
উত্তরঃ 1 জুল
৮) বল প্রয়োগের ফলে বস্তু যদি বলের দিকে সরে যায় তাহলে তাকে কী বলে?
উত্তরঃ বলের দ্বারা কাজ
৯) বল প্রয়োগের ফলে যদি বস্তুর বলের বিপরীত দিকে সরে যায় তাহলে তাকে কী বলে?
উত্তরঃ বলের বিরূদ্ধে কাজ
১০) মেঝে হতে ডাস্টার উপরে উঠানো হলে কোন বলের বিরূদ্ধে কাজ করা হয়?
উত্তরঃ অভিকর্ষ বল
পদার্থ বিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্ন mcq 2021
১১) বিভব শক্তি সমান কোনটি?
উত্তরঃ বস্তুুর ওজন × উচ্চতা
১২) বিভবশক্তি সম্পর্কিত কোন সম্পর্কটি সঠিক?
উত্তরঃ বিভবশক্তি= বস্তুুর ভর × অভিকর্ষজ ত্বরণ × উচ্চতা
১৩) বিভব শক্তি বৃদ্ধি করতে হলে কাজ কতরে হবে?
উত্তরঃ বলের বিপরীত
১৪) কোনো বস্তুুর নিদিষ্ট উচ্চতায় বিভবশক্তি কীরূপ?
উত্তরঃ ভরের সমাণুপাতিক
১৫) কোনটি চালাতে হলপ বিদ্যুৎ শক্তির প্রয়োজন হয়?
উত্তরঃ বৈদ্যুতিক যন্ত্র
১৬) তড়িৎ কোষ বিদ্যুৎ তৈরি করে কোন শক্তি ব্যবহার করে?
উত্তরঃ রাসায়নিক শক্তি
১৭) যখন পরমাণুসমূহ জোড়া লাগে তখন কোনটি নিগত হয় ?
উত্তরঃ নিউক্লীয় শক্তি
১৮) কোনটি শক্তির সবচেয়ে সাধারন রূপ?
উত্তরঃ যান্ত্রিক শক্তি
১৯) সকল সচল বস্তুুতেই কী থাকে?
উত্তরঃ গতি শক্তি
২০) বস্তুুর স্বাভাবিক অবস্থান পরিবর্তনের জন্য কাজ করার যে সামথ্য লাভ করে তাকে কী বলে?
উত্তরঃ বিভবশক্তি
২১) বস্তুুটি 3m পতিত হলে এর গতি শক্তি হবে?
উত্তরঃ 14.7J
২২) বস্তুুটি যখন 6m পতিত হবে তখন এর মোট শক্তি হবে?
উত্তরঃ 44.1J
২৩) শক্তির উৎস কয় প্রকার?
উত্তরঃ ২
২৪) মাটির নিচে থেকে যে গ্যাস বের হয়, তা মূলত কী?
উত্তরঃ মিথেন
২৫) কয়লা,খনিজ, তেল,প্রাকৃতির গ্যাসে কীরূপ শক্তি থাকে?
উত্তরঃ অনবায়নযোগ্য