পদার্থ বিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্ন mcq 2021 (মডেল ১৮)

পদার্থ বিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্ন mcq 2021 (মডেল ১৮)

১) কোন শক্তি মেঘ বৃষ্টির কারনে অনিয়ন্ত্রিত?
উত্তরঃ সৌর শক্তি

২) মাটির নিচের থেকে যে গ্যাস বের হয়, তা মূলত কী?
উত্তরঃ মিথেন

৩) প্রাকৃতিক গ্যাসে সৃষ্টির মূল কারন কী?।
উত্তরঃ পৃথিবীর অভ্যন্তরানী চাপ ও তাপ

৪) কোনটি ফসিল?
উত্তরঃ কয়লা

৫) নিউক্লিয়ার শক্তি উৎপাদনের ব্যবহৃত জ্বালানি কোনটি?
উত্তরঃ ইউরেনিয়াম

৬) নবায়নযোগ্য শক্তির প্রধান উৎস কোনটি?
উত্তরঃ জলবিদ্যুৎ

৭) সূর্য থেকে প্রায় কত মেগাওয়াট শক্তি পাওয়া যায়?
উত্তরঃ হাজার

৮) কোন শক্তির একটা অংশ বায়ুমন্ডলে শোষিত হয়?
উত্তরঃ সৌর শক্তি

৯) ফসিল জ্বালানীতে কোনটির পরিমাণ বেশি?
উত্তরঃ কাবন

১০) নিচের কোনটি বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ?
উত্তরঃ আলো

১১) স্পিকারপ বিদ্যুৎশক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?
উত্তরঃ শব্দ শক্তি

১২) খাদ্য থেকে আমরা কোন শক্তি পাই?
উত্তরঃ রাসায়নিক

১৩) এলইডিতে তড়িৎ শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?
উত্তরঃ আলোক শক্তি

১৪) শক্তি রূপান্তরিত ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
উত্তরঃ বিদ্যুৎ শক্তি – চৌম্বকশক্তি – যান্ত্রিক শক্তি

১৫) নিউক্লিয়া সাবমেরিনে সংগঠিত শক্তির রূপান্তর কী রূপ?
উত্তরঃ নিউক্লিয়শক্তি – যান্ত্রিক শক্তি

১৬) নিউক্লিয় বোমাতে কোনটি থেকে শক্তি রূপান্তর করা হয়েছিলো?
উত্তরঃ ভর থেকে

১৭) কোনটি ব্যবহার করে সরাসরি আলো থেকে বিদ্যুৎ তৈরি করা হয়?
উত্তরঃ সোলার সেল

১৮) কোনটির সবটাই আমরা আলো বা তড়িৎ শক্তি মতো কাজে লাগাতে পারি না?
উত্তরঃ তাপ শক্তি

১৯) নিচের কোনটির বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ কে তাপশক্তিতে রূপান্ত করা হয়?
উত্তরঃ মাইক্রোওয়েভ ওভেন

২০)ইউরেনিয়াম 235 এর প্রোটন সংখ্যা কয়টি?
উত্তরঃ 92 টি

২১) ইউনেযাম 235 এর নিউট্রন সংখ্যা কয়টি?
উত্তরঃ 143 টি

২২) প্রকৃতিতে ইউরেনিয়াম 235 এর পরিমান কত?
উত্তরঃ 0.7%

২৩) ইউরোনিয়াম এর অধায়ু কত বছর?
উত্তরঃ 704 মিলিয়ন

২৪) কোনটি নিউক্লিয়ার রি- অ্যাক্টরকে নিয়ন্ত্রণ করে?
উত্তরঃ কট্টোলরড

২৫) কাজের একককের সময়ের একক দিয়ে ভাগ করে কীসের একক পাওয়া যায়?
উত্তরঃ ক্ষমতা

About Post Author

Related posts