এস.এস.সি পরীক্ষা ২০২১ রসায়ন MCQ মডেল ১০
১) রাসায়নিক সংকেত কোন ভাষায় লিখতে হয়?
উত্তরঃ ইংরেজী
২) কোনটি যৌগের অণুতে বিদ্যমান পরমাণু থেকে জানা যায়?
উত্তরঃ সংকেত
৩) ওজের সঠিক সংকেত কোনটি?
উত্তরঃ 03
৪) কোনটির সাহায্যে যৌগের গাঠনিক সংকেত লেখা যায়?
উত্তরঃ আণবিক সংকেত
৫) কোনো অণুতে পরমাণুগুলো কীভাবে সজ্জিত আছে,তা জানা যায় কোন সংকেত থেকে?
উত্তরঃ গাঠনিক
৬) মিথেনের গাঠনিক সংকেত শাখা পারমাণু কোনটি?
উত্তরঃ H
৭) গাঠনিক সংকেতে পরমাণুর মধ্যে অবস্থিত রেখা হলো-
উত্তরঃ বন্ধন
৮) নিচের কোন মৌলটি দুই এর বিন্যাস আনুসারে যৌগ গঠন করবে?
উত্তরঃ Li
৯) সকল মোলই অষ্টক ও দুই এর নিয়ম মেনে চলে কেন?
উত্তরঃ স্থিতিশলতা অজনের জন্য
১০) কোন নিষ্ক্রিয় গ্যাসের N শেলে 18টি ইলেকট্রন আছে?
উত্তরঃ Xe
১১) নিচের কোনটি মৌল বিক্রিয়ায় অংশ নেয় না?
উত্তরঃ He
১২) ক্রিপটানে শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে?
উত্তরঃ আট
১৩) H2আণুতে হাইড্রোজেন পরমাণু কতটি ইলেকট্রন শেয়ার করে?
উত্তরঃ এক
১৪) H2 অণুতে বিদ্যমান রাসায়নিক বন্ধন কোনটি?
উত্তরঃ সমযোজী
১৫) পরমাণুর কোনটির ইলেকট্রন বিন্যাস অজন করতে চায়?
উত্তরঃ নিষ্ক্রিয় মৌলের
১৬) তৃতীয় শক্তিস্তরে আটটি ইলেকট্রন থাকে কোন পরমাণুর?
উত্তরঃ Ca
১৭) ক্যাটায়ন কী?
উত্তরঃ ধনাত্নক আয়ন
১৮) অ্যানায়ন কী?
উত্তরঃ ঋণাত্মক আয়ন
১৯) নিচের কোনটি অ্যানায়নে পরিণত হয়?
উত্তরঃ S
২০) কোনটি ক্যাটায়ন?
উত্তরঃ Na+
২১) খাবার লবন পানিতে দ্রবীভূত হয় কেনো?
উত্তরঃ পানি একটি পোলার অনু
২২) ক্যাটায়ন গঠন করলে পরমাণুর আকারের কি হয়?
উত্তরঃ কমে
২৩) অ্যানায়ন গঠন করলে পরমাণুর আকারের কি হয়?
উত্তরঃ বাড়ে
২৪) কোনটি আয়নিক যৌগ নয়?
উত্তরঃ HCl
২৫) আয়নিক যৌগ কোন মোলগুলো অ্যানায়ন গঠন করে?
উত্তরঃ অধাতু