অভিধান

অভিধান

উওর: অভিধান অর্থ শব্দকোষ বা শব্দ ভান্ডার।কোন ভাষার শব্দসমূহ যে বইয়ে সুশৃঙ্খলভাবে বিন্যস্ত থাকে তাকে  অভিধান বলা হয়।অভিধানের বর্নক্রম অনুসারে শব্দগুলোকে সাজানো হয়।ব্যবহারের উপযোগিতা অনুযায়ী অভিধান বিভিন্ন রকমের হয়ে থাকে। কোন অভিধানের শব্দের অর্থ দেয়া থাকে,কোনটিতে থাকে শব্দের উচ্চারন আবার কোনোটি ব্যবহারিক অভিধান হিসাবে পরিচিত।এ ছাড়াও রয়েছে আঞ্চলিক ভাষার অভিধান,রয়েছে চরিতাভিধানও।আরেক ধরনের গুরুত্বপূর্ণ অভিধান হচ্ছে অনুবাদ অভিধান,যেমন:বাংলা থেকে ইংরেজি, আরবি থেকে বাংলা, ইংরেজি থেকে বাংলা ইত্যাদি। অভিধান যে রকমই হোক না কেনো এর মূল উদ্দেশ্য হচ্ছে কোন ভাষার শব্দসমূহ লিপিবদ্ধ করা, যাতে কেউ সহজে তার প্রয়োজনীয় ও কাঙ্কিত শব্দটি খুঁজে পায়। তা ছাড়া বানান বা উচ্চারন নিয়ে প্রায়ই তর্ক বিতর্ক বা সমস্যার সম্নুখিন হতে হয় অনেককে।সেই বিতর্কের অবসান ঘটাতে অভিধানের বিকল্প নেই। কারন ভাষা সম্পর্কে বিঙ্গজনরা অনেক গবেষনা করে সটিক শব্দটিই অভিধানে অন্তর্ভুক্ত করেন। বহু বিঙ্গজন, ভাষাবিদ ও কবি সাহিত্যিকের সম্নিলিত মতামত, দীর্ঘকালীন চর্চা ও সিদ্ধান্তের ফসল হচ্ছে অভিধান।অভিধান ছাএছাএীসহ অনুসন্ধিৎসু সকল মানুষের কাজে আসে।একজন মানুষ কখনো একটি ভাষার সকল শব্দ স্নৃতিতে ধারন করতে পারে না। তা ছারা ভাষা বা শব্দ প্রতিনিয়ত পরিবর্তিত হতে থাকে।তাই ভাষা বা শব্দের মৌলিকত্বের জন্য অভিধান আবশ্যক। প্রত্যেক ভাষার জন্য একটি পূর্ণাঙ্গ অভিধান থাকাও জরুরি।

Table of Contents

About Post Author

Related posts