বিনা বেতনে পড়ার অনুমতি চেয়ে অধ্যক্ষের কাছে একটি আবেদনপত্র রচনা কর?

বিনা বেতনে পড়ার অনুমতি চেয়ে অধ্যক্ষের কাছে একটি আবেদনপত্র রচনা কর?

বেইলি রোড,ঢাকা
১ মার্চ,২০১৮
অধ্যক্ষ
ভিকারুন নিসা নুন স্কুল অ্যান্ড কলেজ

বিষয়ঃ বিনা বেতনে অধ্যয়নের জন্যে আবেদন।

জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমি রেবেকা সুলতানা, আপনার কলেজের দ্বাদশ মানবিক বিভাগের একজন নিয়মিত ছাএী। আমার বাবা মোঃ জয়নাল আবেদীন গত ১৫ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তিনি একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় সামান্য বেতনে ‘অফিস সহকারী’পদে চাকরি করতেন। তাঁর কোনো সঞ্চিত অর্থ নেই। এক ভাই দুই বোনের মধ্যে আমি সবার বড়। বাকি দুই ভাই-বোন যথাক্রমে অষ্টম ও চতুর্থ শ্রেণিতে পড়াশোনা করে। আমাদের তিন ভাইবোন কে নিয়ে আমার স্বল্পশিক্ষিতা গৃহিণী মা বড় বিপদে পড়েছেন।এমত অবস্থায় বিনা বেতনে পড়ার সুযোগ না পেলে আমার পড়াশোনা চিরতন বন্ধ হয়ে যাবে

আমার আবেদন সহৃদয়তা ও সহানুভূতির সাথে বিবেচনা করার জন্যে আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি।

আপনার আণুগত ছাএী
রেবেকা সুলতানা
দ্বাদশ মানবিক
সেকশন -এইচ
রোল নম্বর -৮২

Related posts