দুর্নীতি জাতীয় জীবনে অভিশাপস্বরূপ, বা দুর্নীতি জাতির সকল উন্নতির অন্তরায়?( ভাব সম্প্রসারণ)

দুর্নীতি জাতীয় জীবনে অভিশাপস্বরূপ, বা দুর্নীতি জাতির সকল উন্নতির অন্তরায়?

উত্তরঃ যেকোন প্রকার নীতিহীন তথা নীতিবিবর্জিত কাজকে বলা হয় দুর্নীতি। দুর্নীতি জাতীয় জীবনে মহামারী অপেক্ষা ও অধিক ভয়ানক এক অভিশাপ। দুর্নীতির বিষাক্ত ছোবল দেশ ও জাতির উন্নতির পথে বিরাট বাধা সৃষ্টি করে। দুর্নীতি জাতির সকল উন্নতির গতিকে মন্থর করে। মানুষ সৃষ্টির সেরা জীব।অন্যান্য জীব হতে মানুষের পার্থক্য তার মনুষ্যত্ব। যার দ্বারা মানুষ নীতিবিরুদ্ধ নানা কাজ থেকে নিজেকে বিরত রাখে। কিন্তু স্বার্থান্বেষী মানুষ নিজ মনুষ্যত্বকে বিসর্জন দিয়ে দুর্নীতিতে লিপ্ত হয়। এদের কাছ থেকে  নিজ স্বার্থই বড়। এরা দেশ ও জাতির কথা কখনো ভাবে না। আমাদের দেশে আজ প্রবলভাবে দুর্নীতির বিস্তার ঘটেছে। দেশের সকল ক্ষেত্রেই এ ব্যধিতে আক্রান্ত। সরকারি,-বেসরকারি সকল প্রতিষ্ঠানে দুর্নীতির অর্থ, প্রতিপত্তির ও লোভর মোহে আক্রান্ত। নিজ স্বার্থ হাসিলের জন্য ন্যায়-অন্যায়  আজ অনেকের চোখে সমান। দুর্নীতির কারণে দেশ আজ ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।    দেশের প্রতিটি ক্ষেত্রে, বিশেষ করে অর্থনীতি, শিক্ষা,ব্যবস্থা- বাণিজ্য, চিকিৎসা ইত্যাদি ক্ষেত্রে দুর্নীতি প্রবেশ করেছে। ফলে সামগ্রিকভাবে উন্নতির পরবর্তীতে অবনতি ঘটছে আমাদের দেশের। এ থেকে পরিত্রাণ দরকার। ভবিষ্যৎ বংশধরদের জন্য সুন্দর দেশ গড়তে হলে সকলকে দুর্নীতিমুক্ত হতে হবে। কারণ দুর্নীতি জাতির উন্নয়নের গতি রোধ করে এবং সৎ ও ন্যায়ের পথে চলাকে করে বাঁধাগ্রস্ত। দুর্নীতি ব্যক্তিগত ও জাতীয় উন্নয়নের প্রধান প্রতিবন্ধকতাস্বরূপ। তাই সার্বিক কল্যাণ বিবেচনায় আমাদের সকলেরই দুর্নীতিমুক্ত থাকা উচিত।

Table of Contents

About Post Author

Related posts