সংসার সাগরে দুঃখ তরঙ্গের খেলা আশা তার একমাত্র ভেলা?( ভাব সম্প্রসারণ)

সংসার সাগরে দুঃখ তরঙ্গের খেলা আশা তার একমাত্র ভেলা?

উত্তরঃ পৃথিবীতে প্রতিটি মানুষের সংসার জীবন নানা দুঃখ-বেদনা, দৈন্য, হতাশার মধ্য দিয়ে আবৃর্তিত। কিন্তু তবুও মানুষ আশার প্রদীপ জ্বেলে এগিয়ে চলে। কারণ আশাই মানুষকে বেঁচে থাকার প্রেরণা জোগায়। আশা নামক ভেলার ওপর ভরসা করেই মানুষ সংসার জীবনের দুঃখ কে পাড়ি দেওয়ার অপেক্ষায় থাকে। সাগরের অসংখ্য বিক্ষুব্ধ তরঙ্গের মধ্যে যেমন নৌযান পরিচালনা করা কষ্টকর ও দঃসাধ্য, তেমনি সংসার ও  প্রতিটি মানুষের কাছে অত্যন্ত জটিল ও সংকটপূর্ণ। কিন্তু তবুও মানুষ জীবনে হৃদয়ে আশার সঞ্চার করে বেঁচে থাকার নিরন্তর সংগ্রাম করে চলেছে। সংসার জীবন সকল প্রতিকূলতা অতিক্রম করতে মানুষ প্রাণপণ চেষ্টা চালায়। আর এ চেষ্টার মাধ্যমে মানুষের মনে আশা সঞ্চার হয়। এ আশা নিয়েই মানুষে জীবন গড়ে,  জীবনকে সাজায়। বিক্ষোব্ধ সাগর পাড়ি দেওয়ার জন্য প্রয়োজন জাহাজের। আর সংসার সাগর সংকট উত্তরণের জন্য প্রয়োজন অবলম্বন। সংসারের এ অবলম্বন হচ্ছে মানুষের মনের আশা আকাঙ্ক্ষা। বর্তমানে সকল সংকট উত্তরণের প্রেরণা জোগায় সুন্দর, সুখী ভবিষ্যতের আশা। মানব জীবনে চলার পথে বন্ধুর, এ পথ অতিক্রম করতে হলে বহু চড়াই-উৎরাই পার হতে হয়। এ বন্ধুর পথ অতিক্রম করার ভয়ে আশাহীন হয়ে পড়লে জীবনের গতি থেমে যাবে। পৃথিবীর সকল জ্ঞানীগুণী, মহৎ ব্যক্তি ও ধর্মপ্রচারকরাও আশার উপর নির্ভর করেই মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করেছেন। তারা মানুষকে সৎ ও সুন্দর পথে আনার জন্য চেষ্টা চালাতে গিয়ে বহুু অত্যাচার ও লাঞ্ছনা সহ্য করেছেন, তবুও আশা পোষণ করেছেন। একদিন না একদিন মানুষ সৎ ও সুন্দর পথে ফিরে আসবে। এভাবে আশা মানুষকে জীবনশক্তি সঞ্চার করে এগিয়ে চলার প্রেরণা যোগায়। মানুষ সুখের আশায় জীবনে দুর্বিষহ দিনগুলো অতিক্রম করে, স্বপ্ন দেখে অনাবিল শান্তির। আশায় মানুষের জীবনের চলার পথে একমাত্র হাতিয়ার। মানুষ যখন নানা হতাশায় দোদুল্যমান থাকে তখন আশাই তাকে অনুপ্রেরণা যোগায়। আশার উপর ভরসা করেই মানুষ জীবন সংসার পাড়িয়ে দেয়।

Table of Contents

About Post Author

Related posts