তোমাদের এলাকায় বিজয় দিবস উদযাপনের বিবরণ দিয়ে প্রবাসী বন্ধুর নিকট একটি পএ লেখ?
১৮,আগামসিহ লেন
লালবাগ,ঢাকা
১৯ডিসেম্বর, ২০১৮
প্রিয় রাফসান
বিজয় দিবসের শুভেচ্ছা জনো।আশা করি ভালো আছ। এবারের বিজয় দিবসের আমাদের কলেজে দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন ছিল। সকাল সাতটায় শহিদ মিনারের সামনে থেকে বিজয় র্যালি -২০১৮ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেছে। সকাল নয়টায় শরু হয় বিজয় -চিএ প্রতিযোগিতা। এতে আমি ও অংশ নিয়েছি এবং তৃতীয় পুরস্কার পেয়েছি। সকাল সাড়ে দশটায় ছিল আলোচনা সভা। এতপ দুজন মুক্তিযোদ্ধা বিজয় দিবসের স্নৃতিচারণ করেন। এ স্মৃতিচারণ থেকে আমি নতুন কিছু জানতে পেরেছি। দুপুরে স্থানীয় সংসদ সদস্য মহোদয় জিয়াফতের আয়োজন করেছিলেন। খাবারটা খুবই সুস্বাদু ছিল। বিকেল চারটা থেকে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শিল্পী ও মুক্তিযোদ্ধা শাহীন সামাদ বেশ কয়েকটি মুক্তিযুদ্ধের গান গেয়ে শোনান। এছাড়া ছিল আবৃতি,গান,নৃত্য, খন্ডনাটক ও কৌতুক। উপস্থিত দর্শক -শ্রোতা আনন্দে এতটাই মন্গ ছিলেন যে আমি ও ভাষায় প্রকাশ করতে পারছি না। তুমি থাকলে আমরা আর ও বেশি আনন্দ উপভোগ করতে পারতাম। ভালো থেকো। শুভ কামনা রইল।
তোমার বন্ধু
হামিম