ভ্যাকুয়ামবিহীন চার্জিং -এ কী কী অসুবিধা হয়?
উত্তরঃ ভ্যাকুয়ামবিহীন গ্যাস চার্জিং এর অসুবিধা হলো-
১) ইউনিটের ভিতরে বাতাস থাকলে গ্যাসের সাথে মিশ্রণ হয় না।
২) কনডেন্সারের ভিতরে মরিচা পড়তে পারে।
৩) সটিক পরিমাণ ঠান্ডা তৈরি হবে না।
৪) নিদিষ্ট সময় অন্তর টাইমিং হবে না।
৫) গ্যাস চার্জিং এর সময় সঠিক গ্যাস প্রবেশ করা যায় না।