বাংলাদেশ আনসার বাহিনী ও বর্ডার গার্ড MCQ সাধারণ জ্ঞান

বাংলাদেশ আনসার বাহিনী ও বর্ডার গার্ড MCQ সাধারণ জ্ঞান

প্রশ্ন: বাংলাদেশ আনসার বাহিনী কবে কোথায় অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে গার্ড অব অনার’ দেয়?
উত্তর: ১৭ এপ্রিল ১৯৭১; মেহেরপুরের আম্রকাননে (মুজিবনগরে)।

প্রশ্ন: কার নেতৃত্বে আনসারের ১২ জনের একটি দল গার্ড অব অনার দেয়?
উত্তর : ঝিনাইদহ মহকুমার পুলিশ প্রশাসক (এসডিপিও) মাহবুব উদ্দিন আহমদ। গার্ড অব অনার প্রদান করা ১২ জন আনসার হলেন লিয়াকত আলী, আজিম উদ্দিন, শেখ সিরাজ উদ্দিন, হামিদুল হক, ইয়াদ আলী, সাহেব আলী, কেসমত আলী, মফিজ উদ্দিন, অস্থির মল্লিক, ফকির মোহাম্মদ,নজরুল ইসলাম ও মহিউদ্দীন।

“আর পড়ুনঃ” বাংলাদেশ পুলিশ MCQ সাধারণ জ্ঞান (নভেম্বর)

প্রশ্ন : মুক্তিযুদ্ধে এ বাহিনীর কোন অস্ত্র ছিল স্বাধীনতা যুদ্ধের মূল শক্তি?
উত্তর : ৪০ হাজার থ্রি নট থ্রি রাইফেল।

“আর পড়ুনঃ” মুক্তিবাহিনী MCQ প্রশ্নমালা 2021

প্রশ্ন : বাংলাদেশ আনসার গঠিত হয় কবে?
উত্তর : ১২ ফেব্রুয়ারি ১৯৪৮।

বর্ডার গার্ড বাংলাদেশ

প্রশ্ন : পাকহানাদার বাহিনী ঢাকার পিলখানাস্থ তৎকালীন ইস্ট পাকিস্তান রাইফেল্স (EPR) বর্তমান বর্ডার গার্ড বাংলাদেশ সদর দপ্তর আক্রমণ করে কবে?
উত্তর : ২৫ মার্চ ১৯৭১ (রাতে)।

“আর পড়ুনঃ” বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী ২০২১ প্রশ্নোত্তর

প্রশ্ন : ইস্ট পাকিস্তান রাইফেল্স (EPR) গঠিত হয় কবে?
উত্তর : ১৯৪৭ সালে।

About Post Author

Related posts