মুক্তিবাহিনী MCQ প্রশ্নমালা 2021

মুক্তিবাহিনী MCQ প্রশ্নমালা 2021 সাধারন জ্ঞান

প্রশ্ন : মুক্তিবাহিনী কারা?
উত্তর : মুক্তিযুদ্ধে সংগঠিত সশস্ত্রবাহিনী।

প্রশ্ন : শুরুতে মুক্তিবাহিনীর নাম কী ছিল?
উত্তর : মুক্তিফৌজ

“আর পড়ুনঃ” মাসিক তথ্য কণিকা ২০২১ নভেম্বর

প্রশ্ন : ফৌজ শব্দের অর্থ কী?
উত্তর : সৈন্যদল বা বাহিনী। এটি মূলত আরবি শব্দ।

“আর পড়ুনঃ” বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী ২০২১ প্রশ্নোত্তর

প্রশ্ন : মুক্তিবাহিনী গঠনের উদ্দেশ্য কী ছিল?
উত্তর সঠিকভাবে যুদ্ধ পরিচালনা করে স্বাধীনতা অর্জন করা।

প্রশ্ন : মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন?
উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

প্রশ্ন : মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন?
উত্তর : কর্নেল এম এ জি ওসমানী।

প্রশ্ন : মুক্তিবাহিনীর চিফ অব স্টাফ কে ছিলেন?
উত্তর : কর্নেল (অব.) আবদুর রব।

“আর পড়ুনঃ” সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২১ নভেম্বর

প্রশ্ন: বিমানবাহিনীর প্রধান ও উপ প্রধান সেনাপতি কে ছিলেন?
উত্তর : গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার।

প্রশ্ন : সম্মুখ সমরে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে লিপ্ত হওয়ার জন্য কতটি নিয়মিত ব্রিগেড গঠন করা হয়?
উত্তর : ৩টি— জেড ফোর্স, কে ফোর্স ও এস ফোর্স।

প্রশ্ন: সেনাবাহিনীর সদস্যদের নিয়ে নিয়মিত ব্রিগেড গঠন করেন কে?
উত্তর : কর্নেল এম এ জি ওসমানী।

মুক্তিবাহিনী MCQ প্রশ্নমালা 2021 সাধারন জ্ঞান

প্রশ্ন: এস ফোর্স কার নামানুসারে গঠন করা হয়?
উত্তর: মেজর কে এম সফিউল্লাহ

প্রশ্ন: ক্র্যাক প্লাটুন কী?
উত্তর : মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের দোসরদের বিরুদ্ধে ঢাকা শহরে গেরিলা আক্রমণ পরিচালনাকারী একদল তরুণ মুক্তিযোদ্ধাদের সংগঠিত গেরিলা দল

“আর পড়ুনঃ” সাম্প্রতিক mcq বাংলাদেশ নভেম্বর 2021

প্রশ্ন: ক্র্যাক প্লাটুন কোন পদ্ধতিতে ঝটিকা আক্রমণ করে গেরিলা অপারেশনে অংশ নিত?
উত্তর: হিট অ্যান্ড রান।

প্রশ্ন মুক্তিযুদ্ধের ইতিহাসের সবচেয়ে কম সময়ের দুর্ধর্ষ অপারেশন হলো—
উত্তর অপারেশন ফার্মগেট।

প্রশ্ন : জেড ফোর্স ব্রিগেড কবে গঠন করা হয়?
উত্তর : ৭ জুলাই ১৯৭১ ।

প্রশ্ন : কার নামানুসারে জেড ফোর্স ব্রিগেড গঠন করা হয়?
উত্তর : মেজর জিয়াউর রহমান।

“আর পড়ুনঃ” গাড়ল ভেড়ার দাম, গাড়ল এর ছবি, গাড়ল কোথায় পাওয়া যায়

প্রশ্ন : কে ফোর্স ব্রিগেড কবে গঠন করা হয়?
উত্তর : ৭ অক্টোবর ১৯৭১।

প্রশ্ন : কার নামানুসারে ‘কে ফোর্স’ ব্রিগেড গঠন করা হয়?
উত্তর : মেজর খালেদ মোশাররফ।

প্রশ্ন : কবে এস ফোর্স ব্রিগেড গঠন করা হয়?
উত্তর : ১ অক্টোবর ১৯৭১

About Post Author

Related posts