রসায়ন MCQ উত্তরমালা – এস.এস.সি ২০২১

রসায়ন MCQ উত্তরমালা – এস.এস.সি ২০২১

রসায়ন MCQ উত্তরমালা ২০২১

রসায়ন MCQ উত্তরমালা আজকের পরিক্ষা Chemistry খুব ভালো হবে। তারপরও MCQ টিক কয়টা সঠিক হয়েছে R কয়টা ভুল হয়েছে। Chemistry নৈর্ব্যক্তিক MCQ ans উত্তরপত্র অংশের সমাধান Solve উত্তর মালা ২০২১ সেট ক খ গ ঘ সকল বোর্ড ঢাকা,কুমিল্লা, চট্টগ্রাম, রাজশাহী,
যশোর, বরিশাল, সিলেট, দিনাজপুর,ময়মনসিংহ, মাদ্রাসা,Dhaka, Rajshahi, Comilla, Jessore, Chittagong, Barisal, Sylhet, Dinajpur, Madrasah, তোমাদের এই সংশয় দূর করতে জানার উপায় টিমের উদ্যোগে পরীক্ষার শেষে সকল বহুনির্বাচনি অভীক্ষার উত্তরমালা পাওয়া যাবে JanarUpay.com এ।

এস.এস.সি. পরীক্ষা-২০২১
রসায়ন
বহুনির্বাচনি অভীক্ষা
তারিখ ১৬/১১/২০২১

“আর পড়ুনঃ”রাজশাহী বোর্ড বাংলাদেশ ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ উত্তরমালা – এস.এস.সি ২০২১

 

১) টাংস্টেন মৌলের ল্যাটিন নাম কী?
উত্তরমালাঃ Wolfram

“আর পড়ুনঃ”রসায়ন MCQ উত্তরমালা – এস.এস.সি ২০২১

২) ইলেকট্রনের আপেক্ষিক ভর কত?
উত্তরমালাঃ 0

৩) L শক্তিস্তরে বিদ্যমান ইলেকট্রন বিকিরণ ঘটিয়ে কোন শক্তি গমন করবে?
উত্তরমালাঃ M

৪) ম্যান্ডেলিফের পর্যায় সারণিক মূলভিক্তি ছিল-
উত্তরমালাঃ পারমাণবিক ভর

৫) চুনের পানিতে CO2 গ্যাস চালনা করলে কোনটির সাদা অধঃক্ষেপ পড়ে?
উত্তরমালাঃ Ca(OH)2

৬) ফসফেট মূলকের যোজনী কত?
উত্তরমালাঃ 3

৭) কোন যৌগটি পানিতে দ্রবনীয়?
উত্তরমালাঃ CH3OH

৮) বিক্রিয়াটির CaC2+2H2O – X + Ca(OH)2যৌগ-
উত্তরমালাঃ সবগুলো হবে

৯) কোন যৌগটি রাসায়নিকভাবে অনেকটা নিষ্ক্রিয়?
উত্তরমালাঃ C5H12

১০) পলিথিনের সংকেত কোনটি?
উত্তরমালাঃ (-CH2-CH2-)n

১১) X একটি মৌল যার একটি পরমাণুর ভর 3.985*10-23এর আপেক্ষিক পারমাণবিক ভর-
উত্তরমালাঃ 24

“আর পড়ুনঃ” এসএসসি পদার্থ বিজ্ঞান mcq 2021

১২) নিচের কোন মৌলটি অধিকতর তড়িৎ ঋণাত্নক?
উত্তরমালাঃ F

১৩) M মৌলের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত?
উত্তরমালাঃ 5

রসায়ন MCQ উত্তরমালা – এস.এস.সি ২০২১

১৪) উদ্দীপকের মৌলগুলোর মধ্যে-
উত্তরমালাঃ সবগুলো হবে

১৫) অ্যালুমিনিয়ম কার্বনেটের সংকেত কোনটি?
উত্তরমালাঃ AICO3

১৬) X পলিমার কী তৈরিতে ব্যবহৃত হয়?
উত্তরমালাঃ পানির পাইপ

১৭) Y পলিমার
উত্তরমালাঃ প্রোপিন থেকে তৈরি/ পলিথিনের চেয়ে শক্ত ও হালকা

১৮) CH3-CH2-OH / H2SO4 এখানে X যৌগ হল-
উত্তরমালাঃ C3H6

১৯)CH2=CH-CH3+Br2 Y এখানে Y যৌগটির নাম-
উত্তরমালাঃ 1,2 ডাইব্রোমো প্রোপেন

২০) একটি মৌলের পরমাণুতে * সংখ্যক প্রোটন , * সংখ্যক ইলেকট্রন এবং * সংখ্যক নিউটন আছে। ভর সংখ্যা কত?
উত্তরমালাঃ a+b

২১) ‘A’ মৌলের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যাস ** । পর্যায় সারণিতে * মেীলের অবস্থান-
উত্তরমালাঃ ৩য় পযায়ের ১৭নং গ্রুপে

২২) প্রাকৃতিক গ্যাসে বিউটেন ও আইসো বিউটেনের পরিমাণ কত?
উত্তরমালাঃ 4%

২৩) CH3CHO+[O] K2Cr2O7+H2SO4 Z এখানে Z যৌগটি-
উত্তরমালাঃ -COOH মূলক সম্বলিত ও ভিনেগার তৈরিতে ব্যবহৃত হয়

২৪) থাইরয়েড ক্যান্সার কোষ ধ্বংস করার জন্য নিম্নের কোন আইসোটোপ ব্যবহার করা হয়?
উত্তরমালাঃ1311

“আর পড়ুনঃ”হিসাববিজ্ঞান MCQ উত্তরমালা – এস.এস.সি ২০২১

২৫) CCI1 এ কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ শক্তিস্তরে ইলেকট্রন সংখ্যা কত?
উত্তরমালাঃ 4

সেট ক রাজশাহি বোর্ড ২০২০

১.পটাশিয়ামের পারমানবিক সংখ্যা কত?
উত্তরঃ (খ)19

২.সাদা ধোঁয়া সৃষ্টি করে কোনটি?
উত্তরঃ (ক)অ্যামোনিয়াম ক্লোরাইড

৩.ভারী ধাতু কোনটি?
উত্তরঃ (গ)ক্যাডমিয়াম

৪.কোনটি পানিতে অদ্রবণীয়?
উত্তরঃ (ক)CC14

৫.কোনটির আয়নিকরণ শক্তি সবচেয়ে কম?
উত্তরঃ (ক )x

৬.উদ্দীপক অনুসারে-
উত্তরঃ (খ)i, iii

৭.কোনটির ব্যাপনের হার বেশি ?
উত্তরঃ (গ)হাইড্রোজেন

৮.অ্যালুমিনিয়াম সালফেট এর একটি অণুতে কতটি পরমাণু থাকে?
উত্তরঃ (ঘ)17

৯. 10g NaOH এর সাথে 5gCO2 বিক্রিয়া সম্পূর্ণ করা হয় বিক্রিয়ায়
উত্তরঃ (ক)ii

১০. Na2SO4 যৌগ সালফারের জারণ সংখ্যা কত?
উত্তরঃ (ঘ)HNO3

১১.দুর্বল অম্ন কোনটি
উত্তরঃ (গ)H2CO3

১২.পেট্রোলের সাথে জ্বালানি হিসেবে কোন পদার্থটি মেশানো হয়?
উত্তরঃ (ঘ)ইথানল

১৩.চিত্রে BC রেখা দ্বারা কোনটি বোঝায়
উত্তরঃ (খ)বিক্রিয়ার হার

১৪.কোনটি বিজারক?
উত্তরঃ (ক)ক্লোরিন

১৫.O2এর বন্ধন শক্তি কত কিলো জুল/মোল?
উত্তরঃ (ঘ)498

১৬.ইউরোপে ব্যবহৃত অ্যালুমিনিয়াম এর শতকরা কত ভাগ পূনঃ প্রক্রিয়াজাতকৃত?
উত্তরঃ (ক)21%

১৭.রক্তের ph মান কত?
উত্তরঃ (গ)7.35-7.45

১৮.ভূত্বকে কোন উপাদান মৌলটি শতকরা পরিমাণ বেশি?
উত্তরঃ (খ)অক্সিজেন

১৯.কোনটি আন্তঃকণা আকর্ষণ শক্তি বেশি?
উত্তরঃ (খ)চুনাপাথর

২০.ডুরালুমিন অ্যালুমিনিয়াম এর শতকরা সংযুক্তি কত?
উত্তরঃ (গ)87.5%

২১.গ্লাস ক্লিনারের মূল উপাদান কোনটি?
উত্তরঃ (ঘ)NH3

২২.মোমের দহনে উৎপন্ন হয়
উত্তরঃ (গ)i,iii

২৩.PVC এর মনোমার কোনটি ?
উত্তরঃ (খ)H2C=CHCI

২৪.কোনটি ইলেকট্রনীয় পপরিবাহী?
উত্তরঃ (ক)আয়রন

২৫.100 ml দ্রবণে 9.8gm সালফিউরিক এসিড দ্রবীভূত থাকলে দ্রবণের মোলারিটি কত ?
উত্তরঃ (ক)0.01m

এস.এস.সি. পরীক্ষা-২০১৯
রসায়ন
বহুনির্বাচনি অভীক্ষা (সম্ভাব্য উত্তরমালা)

১। STP তে 5 gm কার্বন অক্সাইড গ্যাসের আয়তন কত?
 Ans.(ক) 2.55Lরসায়ন MCQ উত্তরমালা ২০২০
২। সাবানের সংকেত কোনটি?
Ans. (খ) C16H33COOK
৩। চিত্রে A তড়িৎদ্বারটি কোন ধাতুর তৈরি?
Ans. (গ) ক্রোমিয়াম
৪। উদ্দীপকের প্রক্রিয়া চলাকালে-
Ans.(ক) i ও ii
৫। জৈব যৌগ হলো-
Ans. (ঘ) i, ii ও iii
৬। অ্যালকাইনের সাধারণত সংকেত কোনটি?
Ans.(গ) CnH2n-2
৭। পানিতে অদ্রবণীয় দূষক দূর করতে কোনটি ব্যবহৃত হয়?
Ans. (খ) ফিটকিরি
৮। K2O2 তে ‘K’ এর জারণ সংখ্যা কোনটি?
Ans. (ক) +1
৯। কোনটি নিস্ক্রিয় ধাতু?
Ans. (ক) প্লাটিনাম
১০। পানি শূন্য কপার সালফেটের বর্ণ কোনটি?
Ans. (ক) সাদা
১১। সীসার আকরিক কোনটি?
Ans. (খ) গ্যালেনা
১২। বিউটিনের সমাণু কোনটি?
Ans. (গ) সাইক্লোবিউটেন
১৩। সিলিকনের একটি পরমাণুর ভর কত গ্রাম?
Ans. (গ) 2.324 x 10-23
১৪। হার্টে পেইসমেকার বসাতে ব্যবহৃত হয় কোনটি?
Ans. (ঘ) 238Pu
১৫। নিচের কোনটির পারমাণবিক ব্যাসার্ধ বেশি?
Ans. (খ) Ca
১৬। পর্যায় সারণির ৫ম পর্যায়ে মৌলের সংখ্যা কতটি?
Ans. (গ) 18
১৭। HCl(aq) + KOH(aq) —> KCl(aq) + H2O(l) বিক্রিয়াটি-
Ans. (ঘ) i, ii ও iii
১৮। কোনটির জলীয় দ্রবণ তড়িৎ পরিবাহী?
Ans. (ঘ) তুঁতে
১৯। বন্ধন গঠনকালে প্রতিটি পরমাণুই আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করেছে-
Ans.(খ) ii ও iii
২০। মোমের তাপমাত্রা গলনাঙ্কে পৌঁছালে তার কোন কোন অবস্থা পরিলক্ষিত হয়?
Ans. (খ) তরল ও বায়বীয়
২১। হাইড্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়ায় 9 গ্রাম পানি উৎপন্ন করতে কত গ্রাম অক্সিজেন প্রয়োজন?
Ans. (ঘ) 8
২২। Fe পরমাণুর নিউট্রন সংখ্যা কোনটি?
Ans. (গ) 30
২৩। অক্টেনের দহনের ফলে উৎপন্ন হয়-
Ans. (ক) i ও ii
২৪। A যৌগের সমাণু কোনটি?
Ans. (ক) অ্যামোনিয়াম সায়ানেট
২৫। C যৌগের জলীয় দ্রবণ-
Ans(গ) ii ও iii

শারীরিক শিক্ষা ও ক্রীড়া MCQ উত্তরমালা – এস.এস.সি ২০২১
ভূগোল ও পরিবেশ MCQ উত্তরমালা – এস.এস.সি ২০২১
ফিন্যান্স ও ব্যাংকিং MCQ উত্তরমালা – এস.এস.সি ২০২১

About Post Author

Related posts