নগদ একাউন্ট থেকে যে সিমে রিচার্জ করে নিয়ে নিন ৫০% পর্যন্ত ক্যাশব্যাক

আমরা বুঝি মোবাইল রিচার্জ করে বেশি লাভ পেলে আপনার ভালোই লাগে! আপনাদের বেশি লাভ দিতেই, নগদ থেকে রিচার্জে পাচ্ছেন দারুণ সব অফার। দেশের সকল মোবাইল অপারেটর গ্রাহকরা নগদ-এর মাধ্যমে মোবাইল রিচার্জে উপভোগ করতে পারবেন ৫০% পর্যন্ত ক্যাশব্যাক,

নগদ থেকে যেভাবে রিচার্জ করবেন

১। নগদ মোবাইল মেন্যু ওপেন করুন

২। নাম্বার দিন

৩। পরিমাণ লিখুন

৪। ব্যালেন্স রিসিভ করুন

মোবাইল রিচার্জ হয়ে গেলো! আপনি একটি কনফার্মেশন মেসেজ পাবেন। নগদ একাউন্ট দিয়ে আপনি নিচের মোবাইল অপারেটরগুলোর প্রিপেইড রিচার্জ ও পোস্টপেইড বিল পরিশোধ করতে পারবেন:

• গ্রামীণফোন

• রবি

• এয়ারটেল

• টেলিটক

• বাংলালিংক

অফারের বিস্তারিত:
১। নিজের বা প্রিয়জনের যেকোন মোবাইল অপারেটরের প্রি-পেইড অথবা পোস্ট-পেইড নাম্বারে, নগদ-এর মাধ্যমে যেকোন পরিমাণ রিচার্জ করে ৫০% পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন

২। আপনি এই ক্যাশব্যাকটি একাধিকবার উপভোগ করতে পারবেন, যদি অফার চলাকালে নগদ অ্যাপ অথবা *167# ডায়ালের মাধ্যমে উপরের কোন মোবাইল অপারেটরের প্রি-পেইড অথবা পোস্ট-পেইড নাম্বার রিচার্জ করেন

৩। আপনার যেই নাম্বার দিয়ে নগদ একাউন্ট খুলেছেন/খুলবেন এবং রিচার্জ করবেন, সেই নগদ একাউন্টেই ক্যাশব্যাকটি পাবেন। তবে এই ক্যাশব্যাক সম্পর্কিত কোন এসএমএস নোটিফিকেশন পাবেন না

৪। এই অফারটি সকল নগদ গ্রাহক ও সকল মোবাইল অপারেটরের জন্য প্রযোজ্য

৫। আপনি এই ক্যাশব্যাকটি উক্ত অফারের সকল শর্ত পূরণ সাপেক্ষে একাধিকবার উপভোগ করতে পারবেন

৬। আপনি এই অফারের শর্তগুলো অনুযায়ী বিবেচিত হলে রিচার্জ করার পর ওই দিনের মধ্যেই ক্যাশব্যাক পাবেন

৭। এই অফারটি ১৬ নভেম্বর, ২০২১ থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে

৮। এই অফারটি পেতে আপনার নগদ একাউন্ট অবশ্যই সচল থাকতে হবে

About Post Author

Related posts