ভূগোল ও পরিবেশ MCQ/ টিক উত্তরমালা এস এস সি ২০২১

SSC Geography and Environment MCQ Solution 2021/ ভূগোল ও পরিবেশ MCQ/ টিক উত্তরমালা এস এস সি ২০২১
ভূগোল ও পরিবেশ MCQ উত্তরমালা আজকের পরিক্ষা Geography and Environment খুব ভালো হবে। তারপরও MCQ টিক কয়টা সঠিক হয়েছে R কয়টা ভুল হয়েছে। Geography and Environment নৈর্ব্যক্তিক MCQ ans উত্তরপত্র অংশের সমাধান Solve উত্তর মালা ২০২১ সেট ক গ ঘ সকল বোর্ড ঢাকা,কুমিল্লা, চট্টগ্রাম, রাজশাহী,
যশোর, বরিশাল, সিলেট, দিনাজপুর,ময়মনসিংহ, মাদ্রাসা,Dhaka, Rajshahi, Comilla, Jessore, Chittagong, Barisal, Sylhet, Dinajpur, Madrasah, তোমাদের এই সংশয় দূর করতে জানার উপায় টিমের উদ্যোগে পরীক্ষার শেষে সকল বহুনির্বাচনি অভীক্ষার উত্তরমালা পাওয়া যাবে JanarUpay.com এ।

১) রহমান সাহেব কোন গ্রহটি দেখেছিল?
উত্তরঃ শুক্র

২) উদ্দীপকে উল্লিখিত গ্রহটির বৈশিষ্ট্য হলো-
উত্তরঃ এই গ্রহটি ঘন মেঘের ঢাকা/ এই গ্রহটির দিন ও রাতের মধ্যে আলোর তারতম্য হয় না

“আর পড়ুনঃ”ফিন্যান্স ও ব্যাংকিং mcq উত্তরমালা SSC 2021

৩) বাংলাদেশে টেরিটোরিয়াল সমদ্রসীমা কত নটিক্যাল মাইল?
উত্তরঃ ১২ নটিক্যাল মাইল

“আর পড়ুনঃ” টিক চিহ্ন রেফ্রিজারেশন ও এয়ারকন্ডিশনিং MCQ

৪) বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়গুলোর সম্পর্কে যেটি প্রযোজ্য-
উত্তরঃ গড় উচ্চতা ৬১০ মিটার/ সর্বোচ্চ শৃঙ্গটি এই অঞ্চলে অবস্থিত

৫) মেঘনার উপনদী কোনটি?
উত্তরঃ বাউলাই

৬)বাংলাদেশের শীতলতম মাস কোনটি?
উত্তরঃ জানুয়ারি

৭) গ্রীষ্মকালীন আবহাওয়ার অন্যতম বৈশিষ্ট্য হলো-
উত্তরঃ কালবৈশাখী ঝড়/ ধান ও পাটের চাষ ভাল হয়

৮) পৃথিবীর সকল জলরাশির শতকরা কতভাগ পানি রয়েছে সমদ্রে?
উত্তরঃ ৯৭ ভাগ

“আর পড়ুনঃ” কেমন আছো তুমি SmS (Kemon Acho Tumi)

৯) মহীঢাল এর বৈশিষ্ট্যগুলো হলো-
উত্তরঃ সমুদ্রে এর গভীরতা ২০০ থেকে ৩,০০০ মিটার/ গড়ে প্রায় ১৬ থেকে ৩২ কিলোমিটার প্রশস্ত

১০) ম্যারিয়ানা খাত এর গভীরতা কত মিটার?
উত্তরঃ ১০৮৭০ মিটার

১১) প্লাকটন কাদের প্রিয় খাদ্য
উত্তরঃ মাছের

১২) মিঃ ক এর দেখা দুর্যোগটির নাম কী?
উত্তরঃ ঘূর্ণিঝড়

ভূগোল ও পরিবেশ MCQ/ টিক উত্তরমালা এস এস সি ২০২১

১৩) উক্ত দুর্যোগে মানব জীবনে প্রভাব পড়ে-
উত্তরঃ সব গুলো হবে

১৪) ভূত্বকের গভীরতা মহাদেশের তলদেশে গড় কত কিলোমিটার?
উত্তরঃ ২৫ কিলোমিটার

১৫)পাললিক শিলার বৈশিষ্ঠ্যগুলি হলো-
উত্তরঃ স্তরীভূত / নরম ও হালকা

১৬) পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনাই হলো ভূগোল উক্তিটি কার?
উত্তরঃ ডাডলি স্ট্যাম

“আর পড়ুনঃ” এস.এস.সি ২০২১ বাংলাদেশ ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ উত্তরমালা (বোর্ড ঢাকা)

১৭) কোন দেশের বিজ্ঞান একাডেমি ১৯৬৫ সালে ভূগোলর একটি সংজ্ঞা প্রদান করে?
উত্তরঃ যুক্তরাষ্ট্র

১৮) প্রাকৃতিক ভূগোলের অন্তর্ভুক্ত শাখা হলো-
উত্তরঃ জলবায়ুবিদ্যা/ ভূমিরূপবিদ্যা

১৯) কোনো একটি গ্যালাক্সির ক্ষুদ্র আংকে কী বলে?
উত্তরঃ ছায়াপথ

২০) আগ্নেয় শিলার ক্ষেত্রে-
উত্তরঃ সব গুলো

২১) পৃথিবী থেকে প্রক্সিমা সেনটোরাই এর দুরত্ব কত?
উত্তরঃ ৪.২ আলোকবর্ষ

২২) বৃহস্পতি গ্রহটির ক্ষেত্রে প্রযোজ্য হলো-
উত্তরঃ সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ/ এই গ্রহের উপগ্রহের সংখ্যা ৬৭ টি

২৩) উদ্দীপকে A চিহ্নিত নদীর নাম কী?
উত্তরঃ পদ্মা

২৪) উদ্দীপকে B চিহ্নিত নদীর অর্থনীতিতে ভূমিকা হলো-
উত্তরঃ পানি বিদ্যুৎ/ পধান সমদ্র বন্ধর

“আর পড়ুনঃ” ব্রেজিং বলতে কী বোঝায়? সফট/লিড সোল্ডারিং কাকে বলে?

২৫) গ্রীষ্মকালে বাংলাদেশে বার্ষিক বৃষ্টিপাতের শতকরা প্রায় কত ভাগ হয়ে থাকে?
উত্তরঃ ২০ ভাগ

২৬) প্রচীনকালে সর্বপেক্ষা শক্তিশালী নগরী ছিল কোনটি?
উত্তরঃ রোম

২৭) বাংলাদেশ কোন বসতিকে শহর হিসাবে স্বকৃতি লাভের জন্য প্রয়োজন
উত্তরঃ কমপক্ষে ৫০০০ জনসংখ্যা/ শিক্ষা প্রতিষ্ঠান ও খেলার মাঠ

“আর পড়ুনঃ” মেয়েদের সোনার পিকচার, ফটো, পিক, সোনার ছবি ২০২১

২৮) সাংস্কুতিক ক্রিয়াকলাপভিত্তিক নগর কোনটি?
উত্তরঃ অক্সফোর্ড

২৯) চিত্রে প্রদর্শিত বসতি কোন ধরনের?
উত্তরঃ বিক্ষিপ্ত বসতি

৩০) চিত্রে প্রদর্শিত বসতির বৈশিষ্ট্য হলো-
উত্তরঃ সব গুলো

About Post Author

Related posts