অবহারে শেয়ার ইস্যুকরণ বলতে কি বুঝ?

অবহারে শেয়ার ইস্যুকরণ বলতে কি বুঝ?

যদি কোনো কোম্পানি তার গায়ে নিখিত মূল্যের চেয়ে কম মূলো শেয়ার বিক্রয় করে তবে হ্রাসকৃত অংশকে শেয়ার অবহার ঊনহার বা ডিসকাউন্ট বলে। শেয়ারের গায়ে লিখিত মূলা হতে বিক্রয় মূল্য বাদ দিলে হ্রাসকৃত অংশ পাওয়া যায়। শেয়ার অবহার ডেবিট হয় এবং উদ্বৃত্তপত্রের সম্পত্তির দিকে বসে।

পাবলিক লিঃ কোম্পানির মূলধনের ক্ষুদ্রত একককে শেয়ার বলে। আর এ শেয়ার বাজারে বিক্রয় করাকে ইস্যু বলে। শেয়ার সাধারণত তিন ভাবে ইস্যু করা হয় যথা অধিহারে, সমহারে এবং অবহারে।

“আর পড়ুনঃ”ন্যূনতম খাজনা (Minimum Rent) কাকে বলে।

সাধারণত কম মূল্যে শেয়ার ইস্যু করা হলে তাকে অবহারে ইস্যু বলে। ব্যাপক অর্থে যদি কোনো কোম্পানি তার গায়ে লিখিত মূল্যের চেয়ে কম মূল্যে শেয়ার বিক্রয় করে তবে হ্রাসকৃত অংশকে শেয়ার অবহার, ঊনহার বা ডিসকাউন্ট বলে। শেয়ারের গায়ে লিখিত মূল্য হতে বিক্রয় মূল্যে বাদ দিলে হ্রাসকৃত অংশ পাওয়া যায়। হিসাব লিখনের সময় শেয়ার অবহার ডেবিট হয় এবং উদ্বৃত্তপত্রে সম্পদের দিকে দেখাতে হয়।

“আর পড়ুনঃ”ঘাটতি হিসাব কাকে বলে।

অতএব বলা যায় যে শেয়ার অভিহিত মূল্য হতে কম মূল্যে বিক্রয় করলে একে শেয়ার অবহার বলে।

Table of Contents

About Post Author

Related posts