কখন একজন ব্যক্তিকে দেওলিয়া ঘোষণা করা যায়?
ভূমিকাঃ কোনো দেনাদার দেনা পরিশোধে অসমর্থ হলে অথবা কোনো প্রকার দেউলিয়াত্মমূলক কার্যাবলি সম্পাদন করলে দেনাদার নিয়ে৷ অথবা তার কোনো পাওনাদার উক্ত সেনাদারকে দেউলিয়া ঘোষণার জন্য উপযুক্ত আদালতে আবেদন করলে আদালত কর্তৃক তাতে দেউলিয়া ঘোষণা করা হয়। উল্লেখ্য যে, একজন ব্যক্তিকে দেউলিয়া হতে হলে নিম্নোক্ত শর্তাদি অবশ্যই পূরণ করতে হবে।
১. কে দেনাদার হতে হবে,
“আর পড়ুনঃ” শাখা অফিসের বৈশিষ্ট্যগুলো কি কি?
২. দেনা পরিশোধের জন্য তার সম্পত্তির পরিমাণ অপর্যাপ্ত হতে হবে।
“আর পড়ুনঃ” ন্যূনতম খাজনা (Minimum Rent) কাকে বলে।
৩. তার দ্বারা কোনো প্রকার দেউলিয়াত্বমূলক কার্য সম্পাদিত হতে হবে;
৪. সে নিজে অথবা তার কোনো পাওনাদার দেউলিয়া ঘোষণার জন্য উপযুক্ত আদালতে আবেদন করতে হবে।
“আর পড়ুনঃ” Robi-Airtel সিমে Free Facebook চালান কোনো ধরনের MB ছাড়া সাথে discoverapp এর জন্য প্রতিদিন 15 MB ফ্রি
উপসংহারঃ উপরোক্ত শর্তাদি পূরণ করার পর সংশ্লিষ্ট আদালত যথাযথ মনে করলে ঐ ব্যক্তিকে (দেনাদার) দেউলিয়া ঘোষণা কভাবে। উল্লেখ্য যে, এখানে দেউলিয়াত্মমূলক কার্য বলতে ১৯৯৭ সালের দেউলিয়া বিষয়ক আইনের ১নং ধারা মোতাবেক দেউলিয়া করতে হবে