ঘাটতি হিসাব কাকে বলে।
ঘাটতি হিসাব বলতে বুঝায় দায় এবং সম্পত্তির পার্থক্য। অর্থাৎ, দেউলিয়া ব্যক্তির যে মোট দায় আছে তার থেকে তার সম্পত্তির পরিমাণ কম থাকে। যে হিসাবের মাধ্যমে দেউলিয়া ব্যক্তির এই ঘাটতির পরিমাণ বিস্তারিতভাবে ব্যাখ্যা-বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করা হয় তাকে ঘাটতি হিসাব বলে।
কার্য বিবরণীতে যে ঘাটতির পরিমাণ উল্লেখ করা হয় ঘাটতি হিসাবে সরবরাহকৃত মূলধন, ব্যবসায়িক লাভ, সম্পত্তি বিক্রয়ের লাভ এবং অপরিশোধিত দায় থেকে সৃষ্ট মুনাফা কিভাবে ব্যবসায়ের বিভিন্ন ক্ষতি এবং মালিকের উত্তলনের জন্য নিঃশেষিত হয়েছে।
ঘাটতি হিসাবের দুটি দিক থাকে। যেমন: ডেবিট দিক এবং ক্রেডিট দিক।
“আর পড়ুনঃ” ন্যূনতম খাজনা (Minimum Rent) কাকে বলে।
ঘাটতি হিসাব তৈরি করার নিয়মাবলিঃ
১. (ক) প্রারম্ভিক মূলধন, মূলধনের সুদ ও নিট লাভ এই হিসাবের বাম দিকে বসে,
(খ) নিট ক্ষতি, উত্তলন এই এই হিসাবের ডান দিকে বসে।
“আর পড়ুনঃ” ইজারা (Lease) হিসাব কাকে বলে।
২. অন্যান্য উৎস:
(ক) ব্যবসায় ব্যতীত অন্যন্য উৎস হতে কোন প্রাপ্তি বা মুনাফা হলে বাম দিকে বসবে। যেমন, স্ত্রীর গহনা প্রদান।
(খ) অন্যান্য খাতে ক্ষতি ঘটলে ডান দিকে বসবে। যেমন, বাজিতে লোকসান।
৩. সম্পত্তি আদায়করণ ও বিক্রয়ঃ
(ক) সম্পত্তি আদায়করণ মুনাফা এই হিসাবের বাম দিকে বসবে।
(খ) সম্পত্তি আদায়করণ বা বিক্রয়ে ক্ষতি হলে ডান দিকে বসবে।
“আর পড়ুনঃ” জীবন বীমা তহবিল কি?
৪. ব্যক্তিগত দায়দেনাঃ
(ক) ব্যক্তিগত দায়দেনা হতে ব্যক্তিগত সম্পত্তির আধিক্য এ হিসাবের বাম পাশে বসবে।
(খ) ব্যক্তিগত সম্পত্তি হতে ব্যক্তিগত দায়দেনার আধিক্য এ হিসাবের ডান পাশে বসবে।
৫. বাট্টাকৃত বিলের প্রত্যাখ্যান: বাট্টাকৃত বিলের অসম্মানজনিত ক্ষতি ঘাটতি হিসাবের ডান দিকে বসে।
“আর পড়ুনঃ” তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছো english meaning
৬. রিসিভার ফি (Receiver’s Fees): এটি এ হিসাবের ডান দিকে বসবে।
৭. উভয় দিকের ঘাটতিঃ বৈষয়িক বিবরণীর উভয় দিকের যে ঘাটতি নির্দেশিত হয় তা এ হিসাবের বাম দিকে বসে।